পুরোনো স্মার্টফোন নতুনের মতো না হলেও তা ভালোই কাজ করবে। ইচ্ছা করলে আরও কয়েক বছর ব্যবহার চালিয়ে যাওয়া সম্ভব। স্মার্টফোনটি পরিবারের অন্য কাউকে ব্যবহারের জন্যও দেওয়া যায়। পুরোনো স্মার্টফোনে সেটিংস বদলে বাড়তি সুফল নেওয়া সম্ভব।
অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করছেন, কিনেছেন দু-তিন বছর পেরিয়ে গেছে; তাহলে ফোনের গতি বাড়াতে সহজ কয়েকটি পদ্ধতি রয়েছে। এতে পুরোনো হ্যান্ডসেট আরও কিছুদিন ব্যবহারযোগ্য হবে। সাধারণত পুরোনো স্মার্টফোনের সঙ্গে অভ্যস্ততা চলে আসে।
অ্যান্ড্রয়েড ফোনে বেশির ভাগ জায়গা দখল করে অ্যাপ। অজান্তেই তা ডাউনলোড হয়ে ভিড় করে স্টোরে। ফোনের ভালোর জন্য দ্রুত অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল করাই শ্রেয়। ফলে ফোনের প্রসেসর ও অপারেটিং সিস্টেম তুলনামূলক ভালো থাকবে এবং দ্রুত কাজ করবে। পুরোনো ফোনের সব অ্যাপের লাইট সংস্করণ ব্যবহার করাই শ্রেয়। সাধারণত বেশ কিছু অ্যাপের দুটি সংস্করণ থাকে। যার মধ্যে থাকে হালকা সংস্করণ।
এটি কম স্টোরেজ নেয়, আবার কম ক্যাশ মেমোরি তৈরি করে। যেমন– ফেসবুকের লাইট সংস্করণ রয়েছে। যারা অনিয়মিত ফেসবুকে থাকেন বা পোস্ট করেন, তারা লাইট সংস্করণ ব্যবহার করলে অনেক জায়গা থাকে। এতে প্রসেসরে চাপ কম পড়ে। অন্যদিকে, অপারেটিং সিস্টেম ও ব্যাটারির সমর্থন বেড়ে যায়।
আইটি ল্যাব সলিউশন্স লি.