প্রকাশিত: ৩১ জুলাই, ২০২৫ ১৫:২২ (সোমবার)
ফিলিস্তিন নিয়ে কানাডার পরিকল্পনায় ক্ষুব্ধ ট্রাম্প

আগামী সেপ্টেম্বর মাসে কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি। বুধবার (৩০ জুলাই) তার এমন মন্তব্য প্রকাশ্যে আসার পরেই কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প বললেন, কানাডার সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করা অনেক কঠিন হবে। তিনি জানান, ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য কানাডার পদক্ষেপ মার্কিন-কানাডা বাণিজ্য চুক্তিকে হুমকির মুখে ফেলবে। 

কার্নির পদক্ষেপের খবর সামনের আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছেন, বাহ!... এর ফলে তাদের (কানাডা) সঙ্গে বাণিজ্য চুক্তি করা আমাদের জন্য খুব কঠিন হয়ে পড়বে।

এর আগে গতকাল এক সংবাদ সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী জানান, আসন্ন জাতিসংঘ সাধারণ অধিবেশনে কানাডা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।


তিনি জানান, কানাডার পররাষ্ট্রনীতিতে এই বড় পরিবর্তনের পেছনে কয়েকটি কারণ রয়েছে। যেমন‒ দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণ, গাজায় মানবিক পরিস্থিতির অবনতি এবং ২০২৩ সালের সাতই অক্টোবর হামাসের ইসরায়েল আক্রমণ।

মার্ক কার্নি বলেন, গাজায় মানবিক বিপর্যয় এখন অসহনীয় পর্যায়ে পৌঁছেছে এবং পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যাচ্ছে।

তিনি আরও বলেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়াটা নির্ভর করবে দু'টো শর্তের ওপর। এর মাঝে একটি হলো, ফিলিস্তিনি কর্তৃপক্ষকে তাদের শাসন ব্যবস্থায় বড় ধরনের সংস্কার আনতে হবে। আর ওই পুরো এলাকাকে অস্ত্রমুক্ত করতে হবে। 

কার্নি বলেছেন, একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাবনা এখন চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে। সংবাদ সম্মেলনে মার্ক কার্নি জানান, তিনি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এই ঘোষণা নিয়ে কথা বলেছেন।

বিশ্লেষকরা বলছেন, এখন দেখার অপেক্ষা ট্রাম্পের হুমকির পর কার্নি পিছু হটেন কিনা।