অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির নিষ্পত্তি হতে পারত চতুর্থ দিনেই। কিন্তু আলোকস্বল্পতা আর বৃষ্টির কারণে পঞ্চম দিনেই গড়িয়েছে ওভাল টেস্ট ও সিরিজের ফল। শেষ দিনে শ্বাসরুদ্ধকর উত্তেজনা ছড়াচ্ছে ম্যাচ, ইংল্যান্ডের প্রয়োজন মাত্র ৩৫ রান, আর ভারতের দরকার কার্যত তিনটি উইকেট।
চতুর্থ দিনে দুর্দান্ত সেঞ্চুরি করে ম্যাচ জমিয়ে তোলেন হ্যারি ব্রুক ও জো রুট। ব্রুক করেন বিধ্বংসী ১১১ রান, আর রুট দেখালেন পরিপক্ব ইনিংস—১০৫ রান। চতুর্থ উইকেটে তাঁদের ১৯৫ রানের জুটি ইংল্যান্ডকে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়। তবে শেষ সেশনে পরপর দুটি উইকেট তুলে ভারত ফিরিয়ে আনে ম্যাচে উত্তেজনা।
ইংল্যান্ড ৩৭৪ রানের লক্ষ্য তাড়ায় পৌঁছেছে ৬ উইকেটে ৩৩৯-এ। ক্রিস ওকস ইনজুরির কারণে ব্যাট করতে না পারলে ইংল্যান্ডের হাতে আছে মাত্র ৩ উইকেট। শেষ দিনে ব্যাটিং শুরু করবেন জেমি স্মিথ (২*) ও ক্রেইগ ওভারটন (০*)।
চতুর্থ ইনিংসে ব্রুকের ৯৮ বলে ১১১ রান ও রুটের ১৫২ বলে ১০৫ রানের ইনিংস ইংল্যান্ডকে জয়ের খুব কাছাকাছি এনে দিয়েছে। এই ইনিংসের মাধ্যমেই রুট পেরিয়ে গেছেন সাঙ্গাকারাকে, এখন টেস্ট ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ সেঞ্চুরির মালিক (৩৯টি)।
সকালে ১ উইকেটে ৫০ রান নিয়ে খেলতে নামে ইংল্যান্ড। বেন ডাকেট (৫৪) ও অলিভার পোপ (২৭) দ্রুত ফিরে গেলেও চাপ সামলান ব্রুক-রুট জুটি। ব্রুক যখন ১৯ রানে খেলছিলেন, তখন মোহাম্মদ সিরাজ একটি সহজ সুযোগ হাতছাড়া করেন বাউন্ডারি লাইনে—সেই জীবন পেয়ে পরবর্তীতে তিনি খেলেন বিধ্বংসী ইনিংস।
চা-বিরতির আগে ৯১ বলে তিন অঙ্ক ছুঁয়ে পূর্ণ করেন নিজের প্রথম টেস্ট চতুর্থ ইনিংস সেঞ্চুরি। ভারতের বিপক্ষে এটি ইংল্যান্ডের তৃতীয় দ্রুততম সেঞ্চুরি (জেমি স্মিথ ৮০ বল, ডাকেট ৮৮ বল)। রুটও শতক স্পর্শ করেন চা-বিরতির পর। মাইলফলকে পৌঁছে গ্রাহাম থর্পকে স্মরণ করেন তিনি।
কিন্তু সেই নির্ভার পরিস্থিতি বদলে যায় মাত্র ১৫ বলের ব্যবধানে। জ্যাকব বেথেল (৫) ও রুট বিদায় নিলে চাপে পড়ে ইংল্যান্ড। প্রাসিধ কৃষ্ণ পরপর দুই ওভারে ফেরান এই দুই গুরুত্বপূর্ণ ব্যাটারকে।
তারপরেই আলোকস্বল্পতা ও বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় খেলা। আর খেলা শুরু করা সম্ভব হয়নি চতুর্থ দিনে।
ভারত চাইবে দ্রুত দ্বিতীয় নতুন বল তুলে নিয়ে শেষ উইকেটগুলো গুটিয়ে নিতে। সিরিজ জিততে হলে ইংল্যান্ডের সামনে অপেক্ষা করছে চরম পরীক্ষার।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস: ২২৪
ইংল্যান্ড ১ম ইনিংস: ২৪৭
ভারত ২য় ইনিংস: ৩৯৬
ইংল্যান্ড ২য় ইনিংস: (লক্ষ্য ৩৭৪) ৩৩৯/৬ (৭৬.২ ওভারে)
(ডাকেট ৫৪, রুট ১০৫, ব্রুক ১১১; আকাশ ৩ উইকেট, প্রাসিধ ৩ উইকেট)
আইটি ল্যাব সলিউশন্স লি.