বাংলাদেশের জনপ্রিয় তারকা শাকিব খানের প্রাক্তন স্ত্রীর মধ্যে চলমান প্রতিযোগিতায় এবার অনেকদূর এগিয়ে গেলেন শবনম বুবলী। বিশেষ করে বন্ধু দিবস (৩ আগস্ট) উপলক্ষে নিজের ফেসবুকে প্রকাশ করা ঘনিষ্ঠ ও চমকপ্রদ ছবি বুবলীর জনপ্রিয়তা অনেক বেড়েছে।
এইদিন নিউ ইয়র্কের রুজভেল্ট আইল্যান্ডে শাকিব-বুবলী পুত্র বীরকে নিয়ে গাড়ি থেকে নামতে দেখা গেছে। বন্ধুত্ব দিবসের সন্ধ্যায় বুবলী শেয়ার করা ১১টি ছবিতে শাকিব-বুবলীর ঘনিষ্ঠ মুহূর্ত ফুটে উঠেছে। এক ছবিতে শাকিব বুবলীকে জড়িয়ে ধরে দূরের কিছু দেখাচ্ছেন।
ছবিগুলো মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অধিকাংশ ভক্ত ‘মাশাআল্লাহ’ মন্তব্য করলেও, কিছু নেটিজেন এই ঘনিষ্ঠতাকে নিয়েও প্রশ্ন তুলেছেন, বিশেষ করে প্রাক্তন দম্পতির এমন সম্পর্ক ইসলামের দৃষ্টিকোণ থেকে কতটুকু গ্রহণযোগ্য।
গত দুই বছর আগে অপু বিশ্বাসের সঙ্গে শাকিবের বড় ছেলে জয়কে নিয়ে যুক্তরাষ্ট্র ভ্রমণের পর, এবার ছোট পুত্র বীরকে নিয়ে এমন ঘনিষ্ঠ ছবি সামনে এসেছে। চলতি মাসের মধ্যেই শাকিব খানের দেশে ফেরার কথা রয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.