মামুন হাসান :
অত্যন্ত আড়ম্বরপূর্ণ ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে "সাফ"আমন্ত্রিত সকল অতিথিদের নিয়ে সলিডারিটি আজি ফ্রান্স-এর তত্ত্বাবধানে তৃতীয়বার মতো গত ১০ এই আগস্ট, রবিবার অনুষ্ঠিত হয়ে গেল "সাফ সমুদ্র ভ্রমণ ২০২৫"।তৃতীয়বারের মতো সাফের সমুদ্র ভ্রমণের এই গন্তব্য ছিল plage de cabourg এবং plage de cabourg হচ্ছে প্যারিস থেকে ২১৯ কিলোমিটার দূরে অবস্থিত দৃষ্টিনন্দনীয় একটা স্থান, যেখানে না গেলে তার গুরুত্ব কখনো উপলব্ধি করা যাবে না। ক্যাবোর্গ এর সৌন্দর্য ইট পাথরের শহর ছেড়ে যাওয়া অতিথিদের কিছুক্ষণের জন্য হলেও বিমোহিত করেছিল। হাজারো ব্যস্ততার মাঝে থাকা মানুষগুলোর মুখের হাসি বলে দিয়েছিল এখানে এসে তারা কতটা উচ্ছ্বসিত, ঠিক যেন মুক্তমনা উড়ন্ত পাখি।সাফের সমুদ্রযাত্রা শুরু হয়েছিল রিপাবলিক চত্বর থেকে সকাল ছয়টা ত্রিশ মিনিটে। এত সকালে সকল অতিথিদের উপস্থিতি ও বাস ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে সকলের মাঝে এক অন্যরকম আমেজ বিরাজ করছিল। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে যাত্রা শুরু করা হয়। এরপর সাফ'র প্রেসিডেন্ট নয়ন এনকে উপস্থিত সকল অতিথিদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য বিনিময় করেন এবং একে একে সাফের সকল সদস্যদের পরিচয় পর্ব সম্পন্ন হয়। এরপর শাহিন আহমেদ উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে সাফ সম্পর্কিত বিভিন্ন বিষয়বলি বিশেষ করে সাফের বর্তমান উল্লেখযোগ্য কিছু কর্মকান্ড এবং এর ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।বাসের মধ্যে সকলের মনোরঞ্জনের জন্য স্বল্প পরিসরে বিনোদনের ব্যবস্থা করা হয়েছিল। জাহান শাম্মি এবং তাসনিয়ার সুনিপুণ উপস্থাপনায় গান, কবিতা এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন অনুষ্ঠিত হয়েছিল। যাত্রাপথে ছিল খাবার বিরতি। সকলের সম্মিলিত উপস্থিতি ও সাফের সদস্যদের সুন্দর পরিবেশনা ভ্রমণে এক ভিন্নমাত্রা যোগ করেছিল। ক্যাবোর্গ পৌঁছানোর সাথে সাথে দুপুরের খাবার খেয়ে যে যার যার মত ঘুরাফেরা করেন।
আমন্ত্রিত অতিথিবৃন্দদের উদ্দেশ্যে সমুদ্রের পাড়ে ফুটবল খেলার আয়োজন করা হয়েছিল। সমুদ্রের মনোরম পরিবেশ,সমুদ্রের কল কল ধ্বনি এবং সমুদ্রের বিশাল জলরাশিকে একবার ছুঁয়ে দেখা যেন স্বপ্নের মত মনে হয়েছিল সকলের কাছে।
পড়ন্ত বিকালে মেয়েদের জন্য মোমবাতি খেলা এবং ছেলেদের জন্য বেলুন খেলা ও ছোট ছোট বাচ্চাদের জন্য অংক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। এবং পরিশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রার শুভ সমাপ্ত হয়েছিল।
এই সমুদ্রযাত্রার শেষে আমন্ত্রিত অতিথিদের উদ্দেশ্যে তাদের ভ্রমণ অভিজ্ঞতা জানতে চাওয়া হলে তারা বিভিন্ন ভাবে নিজেদের মনের ভাব প্রকাশ করেন।
পরিশেষে বলা যায় যে, এই ধরনের সমুদ্রের যাত্রার আয়োজন করতে পেরে সাফের প্রেসিডেন্ট এন্ কে নয়ন এবং সাফের সকল সদস্যবৃন্দ বিমোহিত ছিলেন এবং এক ভিন্ন রকম অভিজ্ঞতা অর্জন করেছেন।এই
সমুদ্র যাত্রা সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সাফের প্রেসিডেন্ট এনকে নয়ন সসদস্য শাহীন, তৌহিদ, রোমান, শাম্মী, তানিয়া, নাফিজা, তাসনিয়া এবং মামুন। আমন্ত্রিত অতিথিবৃন্দ "সলিডারিটি আজি" ফ্রান্সের প্রেসিডেন্ট এনকে নয়ন এবং সাফের সকল সদস্য বৃন্দের উদ্দেশ্যে অনুরোধ করেন যেন প্রতি বছরের জন্য এ ধরনের ভ্রমণের আয়োজন করা হয়।
আইটি ল্যাব সলিউশন্স লি.