ফ্রান্সে ৬ষ্ঠ বারের মতো অনুষ্ঠিত হলো এম্বাসেডর ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫। এতে ইউরোপের বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণ করেছে মোট ২৮টি দল।
প্রায় দুই সপ্তাহব্যাপী এই টুর্নামেন্ট শেষ হয়েছে সাখসেলে এক জমজমাট ফাইনাল ম্যাচের মাধ্যমে। ক্রিকেটের প্রাণকেন্দ্র সাখসেলে দুই সপ্তাহ ধরে চলে এ প্রতিযোগিতা। ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত ২৮টি দল একে অপরের মুখোমুখি হয়েছে মাঠে, যার প্রতিটি ম্যাচেই ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা।
১০ আগস্ট অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে শেরে পাঞ্জাব ক্লাব কৃতিত্বের সঙ্গে জয় ছিনিয়ে নেয়। তাদের হাতে প্রথম পুরস্কার তুলে দেন ফ্রান্সে নিযুক্ত পাকিস্তানের এম্বাসেডর।
রানারআপ মো-পলী ক্লাবের হাতে দ্বিতীয় পুরস্কার তুলে দেন শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন- শাহ আলম ও ড. হামজা তাজ।
শুধু চ্যাম্পিয়ন আর রানারআপ নয়, পুরো টুর্নামেন্টে সেরা ব্যাটসম্যান, সেরা বোলার, সেরা খেলোয়াড় এবং সেরা অধিনায়কসহ নানা ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ফ্রান্স ক্রিকেট বোর্ডের সভাপতি প্রভু বালান, ২৮ দলের অধিনায়কবৃন্দ, বাংলাদেশ ও পাকিস্তানের সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
সাখসেল প্রিফেকসার, ভিল সাখসেল এবং সাখসেল ক্রিকেট ক্লাবের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ছিল স্থানীয় স্পন্সরদের ব্যাপক সহযোগিতা।
আয়োজকদের প্রত্যাশা—এই আয়োজন অব্যাহত থাকবে, যাতে ফ্রান্সে বসবাসরত এশিয়ান এবং সব ক্রিকেটপ্রেমী একসাথে হয়ে খেলাটিকে এগিয়ে নিতে পারেন।
ক্রিকেটের এই উৎসব শুধু খেলাকে নয়, সংস্কৃতিকে এক করেছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.