প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৫ ০১:৩৪ (শনিবার)
প্রবাসী ভোটাধিকার বাস্তবায়নে অনিশ্চয়তা: এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের উদ্বেগ প্রকাশ (ভিডিওসহ)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ উন্মুক্ত হচ্ছে। কিন্তু এর  নিবন্ধন ও অনলাইন প্ল্যাটফর্ম নিয় রয়েছে অস্পষ্টতা।  যার পেক্ষিতে সংবাদ সম্মেলন করে  জাতীয় নাগরিক পার্টি – ডায়াস্পোরা অ্যালায়েন্স ফ্রান্স শাখা তিন দফা দাবি পুনর্ব্যক্ত করেছে। একই সাথে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে একটি রোডম্যাপ প্রস্তাব করেছে সংগঠনটি।

সংগঠনের অভিযোগ, নির্বাচন কমিশন দেড় কোটিরও বেশি প্রবাসী ভোটারকে মাত্র ২১ দিনে নিবন্ধনের আওতায় আনার পরিকল্পনা করেছে, অথচ এখন ও প্রস্তুত হয়নি অনলাইন প্ল্যাটফর্মই। এছাড়া কোন দেশে কবে নিবন্ধন শুরু হবে বা কোন কাগজপত্র প্রয়োজন হবে – সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট ঘোষণা দেয়নি। একই সাথে পোস্টাল ব্যালটের গোপনীয়তা ও নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে তারা প্রবাসীদের জন্য একটি সময়সীমাভিত্তিক রোডম্যাপ প্রস্তাব করেছে, যেখানে সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন, জানুয়ারিতে প্রার্থী তালিকা প্রকাশ এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে ডাকযোগে ভোট প্রেরণের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

ডায়াস্পোরা অ্যালায়েন্সের মতে, প্রবাসী ভোটাধিকার কার্যকরভাবে বাস্তবায়নের জন্য নির্বাচন কমিশনের অবিলম্বে সুস্পষ্ট পরিকল্পনা ও স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।

জাতীয় নাগরিক পার্টি ডায়াস্পোরা আ্যলায়েন্স ফ্রান্স শাখার আহবায়ক চৌধুরী মোহাম্মদ ইফতেশাম এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মনোয়ার পাটোয়ারীর পরিচালনায় সংবাদ সম্মেলনে লিখিত দাবী পাঠ করেন জাতীয় নাগরিক পাটির কেন্দ্রীয় নেতা ও ডায়াস্পোরা আ্যলায়েন্স এর কো অর্ডিনেটর তারিক আদনান মুন। এসময় উপস্থিত  সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন ডায়াস্পোরা আ্যলায়েন্স এর ইউরোপিয়ান কো অর্ডিনেটর উমর ডালি, জার্মানি শাখার নেতা সাফায়াত হোসেন, ফ্রান্স আ্যলায়েন্সের সদস্য সচিব শাহপরান আহমদ শাকিল,প্রচার সমন্বয়কারীর মোহাম্মদ সাফওয়াত হোসেন (রাব্বী রাজ) সহ অনান্য নেতৃবৃন্দ৷
এসময় ফ্রান্সে বাংলা মিডিয়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।