বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফ্রান্সের তুলুজ শাখা।
রবিবার (১৭ আগস্ট) বিকেলে তুলুজ শহরের একটি হলরুমে আয়োজিত মাহফিলে দেশনেত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। এসময় আগামী নির্বাচনে বেগম খালেদা জিয়ার হাত ধরে বিএনপি আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা আবুল কালাম। পরিচালনা ছিলেন আ ন ম মহসিন রাজা ও রাসেল হক।
সভায় প্রধান অতিথি ছিলেন মোতালিব মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ফেরদৌস খান,আযম গাজী, রুমেল খান, মুরাদ হোসেন, ফরহাদ হোসেন, লিক্সন মিয়া, লিপু আহমদ, আলাউর রহমান সুনেল।
অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন ওলিউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন খায়রুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইফতেখার মাহমুদ, ফয়সল আহমদ, ফকরুল ইসলাম,আমিরুল ইসলাম, টিপু আহমদ, খায়রুল ইসলাম, অলিউর রহমান, দিপু আহমদ, এমরান আহমদ, সাজ্জাদ, মেহেদি হাসান, আরিফ, সাকের তাফাদার, সফিক আহমদ ও জুয়েল আহমদ প্রমুখ।
আইটি ল্যাব সলিউশন্স লি.