প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৫ ০১:১০ (সোমবার)
বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি নাগরিক লেখক-রাজনীতিবিদ ও সমাজকর্মী খিয়াং নয়ন রচিত দ্বিভাষিক (ফরাসি-বাংলা) “আশা এবং আমার সংগ্রাম—Espoir et mon Combat” গ্রন্থ সদ্য প্রকাশিত হয়েছে।
বইটির মোড়ক উন্মোচন উপলক্ষে সলিডারিতে আজি ফ্রান্স (সাফ)'র উদ্যোগে আগামী ৮ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার বিকাল ৬ ঘটিকায় প্যারিসের রিপাবলিক চত্বর সংলগ্ন Bourse du Travail হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আয়োজিত অনুষ্ঠানে সবার সানন্দ উপস্থিতি কামনা করেছেন সলিডারিতে আজি ফ্রান্স (সাফ)'র প্রেসিডেন্ট ও লেখক খিয়াং নয়ন। ঠিকানা : 3 Rue du Château d'Eau, 75010 Paris
আইটি ল্যাব সলিউশন্স লি.