প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৫ ২৩:৫১ (সোমবার)
৭১ বাংলা টেলিভিশনের ফ্রান্স প্রতিনিধি মাসুদ আহমেদ

বাংলাদেশ সরকার অনুমোদিত আইপি টিভি চ্যানেল ৭১ বাংলা টেলিভিশনের ফ্রান্স প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক মাসুদ আহমেদ।             
গত ২৬ জুন টেলিভিশনের চেয়ারম্যান ও প্রধান সম্পাদক এ এইচ এম তারেক চৌধুরী স্বাক্ষরিত নিয়োগপত্রে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, মাসুদ আহমেদ বাংলাদেশ থেকে প্রচারিত অনলাইন নিউজ পোর্টাল 'বাংলা আওয়ার' পত্রিকার ফ্রান্স প্রতিনিধি পাশাপাশি অনলাইন গণমাধ্যম বিসিএন টিভিতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। এছাড়া তিনি নিয়মিত ভিডিও এবং ফটোগ্রাফি করে থাকেন।
৭১ বাংলা টেলিভিশনের ফ্রান্স প্রতিনিধি হিসেবে পেশাগত দায়িত্ব পালনে তিনি ফ্রান্সের সকল মহলের সহযোগিতা চেয়েছেন। মাসুদ আহমেদ-এর সঙ্গে যোগাযোগ : মুঠোফোন- +33758418997, ইমেইল-Masudshika123@gmail.com