প্রবাসের মাটিতে শেকড়ের টান সবসময়ই থাকে গভীর, আর সেই টানেই ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী আয়োজন “স্মৃতি রোমন্থন : হৃদয়ে বিয়ানীবাজার”।
বাংলাদেশের সিলেটের বিয়ানীবাজার উপজেলার ফ্রান্সপ্রবাসী সন্তানরা এ অনুষ্ঠানে মিলিত হন হৃদয়ের আহবানে। শৈশব-কৈশোর, শিক্ষাজীবন, গ্রামের মাঠ, নদী, স্কুল—সব ফিরে আসে গল্প-আড্ডায় আবেগের বাঁকে। মূলতঃ যুক্তরাষ্ট্রস্থ বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি ও এবিটিভির অন্যতম পরিচালক কমিউনিটি ব্যক্তিত্ব মাশুকুল ইসলাম খানের ফ্রান্স ভ্রমণকে কেন্দ্র করে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় প্যারিসের অদূরে লাকর্নভের আইছা হলে আয়োজিত অনুষ্ঠানে ফ্রান্সপ্রবাসী লেখক, সাংবাদিক, সাংস্কৃতিককর্মী এবং তরুণ প্রজন্মের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আড্ডা-স্মৃতিচারণ আর একসাথে রাতের খাবার—সব মিলিয়ে যেন ছোট্ট এক টুকরো বিয়ানীবাজার গড়ে উঠেছিল প্যারিসের লাকর্নভে।
অনুষ্ঠানের শুরুতেই বিয়ানীবাজার উপজেলার ইতিহাস-ঐতিহ্য নিয়ে বিশেষ প্রামাণ্যচিত্রের প্রদর্শনী করা হয়।
সামাজিক এসোসিয়েশন আইছা'র প্রেসিডেন্ট বিশিষ্ট সমাজসেবক উবায়দুল্লাহ কয়েছ এর সভাপতিত্বে ও এবিটিভির বিশেষ প্রতিনিধি আবু তাহের রাজু ও একতা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ এবং সাদেক আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাশুকুল ইসলাম খান।
গল্প আলোচনায় অংশ নেন বিশিষ্ট ছড়াকার কবি লোকমান আহমদ আপন, জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের সাধারণ সম্পাদক আলী হোসেন, প্যারিস বাংলা প্রেসক্লাবে সভাপতি এনায়েত হোসেন সোহেল, মাষ্টার্সপিস বাংলাদেশর সাবেক সাধারণ সম্পাদক অলক শার্মা, বিশিষ্ট ব্যবসায়ী আবুল আজাদ, রাসেল আহমদ, সাদেক আহমদ তাফাদার, ছালেহ আহমদ, আলী আহমদ, দেলোয়ার হোসেন, ওলিউর রহমান, আব্দুল কাদির, সাহেদ আহমদ, পারভেজ আহমদ, আব্দুল খালিক, আজাদ আহমদ, কালাইউরা একতা ফাউন্ডেশনের উপদেষ্টা খলিল উদ্দিন, দায়িত্বশীল কবির আহমদ, একবার হোসেন, মহি উদ্দিনসহ আরো অনেকে।
এবি মিডিয়া গ্রুপের উদ্যোগে অনুষ্ঠানটির সহযোগী হিসেবে ছিল ফ্রান্সে সামাজিক সেবা ও আইনি সহযোগিতাকারী প্রতিষ্ঠান আইছা প্রো এবং গ্রামভিত্তিক বৃহৎ সামাজিক সংগঠন কালাইউরা একতা ফাউন্ডেশন, ফ্রান্স।
আইটি ল্যাব সলিউশন্স লি.