প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৫ ১৪:৩১ (শনিবার)
প্যারিসে বর্ণিল আয়োজনে বিকশিত নারী সংঘের ১ ঘুগপূতি উদযাপন

নারী অধিকার ও প্রবাসী  সমাজে নারীর অংশগ্রহণ বাড়াতে গঠিত সংগঠন ‘বিকশিত নারী সংঘ’ প্যারিসে তাদের একযুগ পূর্তি উদযাপন করেছে।
রবিবার প্যারিসের লাকর্নভের বিডি কমিউনিটি হলে এ আয়োজনে ছিল আলোচনা সভা, সম্মাননা প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
‘আমরা নারী, আমরা পারি’ শীর্ষক আলোচনায় বক্তারা বলেন, “অতীতে নারী ছিল অধিকারবঞ্চিত, কিন্তু সময়ের ধারায় নারী তার ন্যায্য অধিকার ফিরে পেয়েছে এবং সক্ষমতার প্রমাণ রেখেছে।”
বক্তাদের মতে, আগামীর শান্তিপূর্ণ পৃথিবী নির্মাণে নারী-পুরুষের যৌথ প্রচেষ্টা অপরিহার্য। রাষ্ট্র ও সমাজের উন্নয়নে নারী ও পুরুষকে সমানভাবে কাজ করতে হবে।

সংগঠনের সভানেত্রী সৈয়দা তৌফিকা সাহেদ -এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রবাসে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য বেশ কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়।
তাদের মধ্যে ছিলেন সাংবাদিক আবু মামুন আজাদ, নারী উদ্যোক্তা ফিরোজা বেগম, রুবীনা বেগম, বিউটি চৌধুরী, সংগীতশিল্পী জয়িতা বড়ুয়া ও মৌসুমী চক্রবর্তী, নৃত্যেশিল্পী শরিফুল ইসলাম এবং শিক্ষায় বদরুল বিন হারুনসহ কয়েকটি প্রবাসী সংগঠন ও ব্যবসায়িক প্রতিষ্ঠান।