প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৫ ০১:৩৮ (শনিবার)
প্যারিসে বাংলাদেশি মালিকানাধীন মন্ডিয়াল ট্রাভেলসের দ্বিতীয় শাখার উদ্বোধন

‘পুরনো শহর, নতুন স্বপ্ন’ স্লোগান নিয়ে ভ্রমণসেবায় প্রবাসীদের বিশ্বস্থ বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান 'মন্ডিয়াল ট্রাভেল এন্ড ট্রান্সপোর্ট'র দ্বিতীয় শাখার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) ফ্রান্সের রাজধানী প্যারিসের প্রাণকেন্দ্র গার্দোলিস্টে জনপ্রিয় এ প্রতিষ্ঠানের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী  কমিউনিটির বিশিষ্টজন, ব্যবসায়ী, সাংবাদিক এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে মন্ডিয়াল ট্রাভেলসের কর্ণধার ইব্রাহিম হাসান বলেন, 'ভ্রমণকে সহজ করতে আমরা দীর্ঘদিন ধরে আন্তরিকতা এবং নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছি। ফলে সেবারক্ষেত্রে মানুষের আস্থা ও নির্ভরতা অর্জন করতে পেরেছি।' তিনি বলেন, 'দীর্ঘদিনের অভিজ্ঞতা, সাফল্য ও মানুষের ভালোবাসা নিয়ে আমরা অনেক দূর এগিয়ে যেতে চাই।' এজন্য তিনি, সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে আগতরা মন্ডিয়াল ট্রাভেলসের ভূয়সী প্রশংসা করে বলেন, বাংলাদেশি প্রতিষ্ঠানের প্রসার, নিঃসন্দেহে এটা আনন্দ এবং গর্বের।

উল্লেখ্য, ফ্রান্স প্রবাসীদের আন্তর্জাতিক টিকিট বুকিং, ওমরাহ সার্ভিস, হলিডে প্যাকেজ ও ভিসা প্রসেসিংসহ ভ্রমণসেবা প্রদানে প্রত্যয় নিয়ে প্যারিসের অদূরে পন্থায় প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।