গণঅধিকার পরিষদের সভাপতি ও বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রধান উপদেষ্টা, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ শতাধিক নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ও তাদের সুস্থতা কামনায় বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, ফ্রান্স শাখার উদ্যোগে দোয়া ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি হলরুমে এ প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আয়োজক সংগঠনের সভাপতি শাহীন আহমেদ (মড়ল) এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, কবি ও লেখক আবু জুবায়ের, বাংলাদেশ প্রবাসীদের পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার হোসেন, এনসিপি ফ্রান্স শাখার সদস্য সচিব শাহপরান আহমদ শাকিল, বাংলাদেশ প্রবাসীদের পরিষদ ফ্রান্স শাখার সহ সাধারণ সম্পাদক রাজিব হোসেন, আশিকুর রহমান আশিক, তাওহীদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক নুরুল গনি, সমাজসেবা বিষয়ক সম্পাদক ফখরুজাম্মান, সেলিম উদ্দিন, নুরুল গনি ও কামাল হোসেন প্রমুখ। আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক রাজিব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে মোনাজাত করেন আকরাম খান।
প্রতিবাদ সভায় উপস্থিত নেতৃবৃন্দ গত শুক্রবার (২৯ আগস্ট) রাতে বাংলাদেশের রাজধানী ঢাকায় আইনশৃঙ্খলা বাহিনী ও জাতীয় পার্টির সন্ত্রাসী কর্তৃক গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ শতাধিক নেতাকর্মীদের উপর ন্যাক্কারজনক ও বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তারা অবিলম্বে হামলায় জড়িত সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের চাকরি থেকে বহিষ্কার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান।
আইটি ল্যাব সলিউশন্স লি.