
পর্তুগালের রাজধানী লিসবনে ভয়াবহ এক ফুনিকুলার দুর্ঘটনা ঘটেছে বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) স্থানীয় সময় দুপুরে। দুর্ঘটনার পর মুহূর্তেই পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।
প্রত্যক্ষদর্শী এক নারী স্থানীয় টেলিভিশন চ্যানেল SIC-কে জানান, হঠাৎ করেই ফুনিকুলারটি “অত্যন্ত দ্রুত গতিতে” খাড়া ঢাল বেয়ে নেমে আসে এবং জোরালো ধাক্কায় একটি ভবনের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। তাঁর বর্ণনায়, “ফুনিকুলারটি এমনভাবে আঘাত হানে যে মুহূর্তেই ভেঙে পড়ে যায়, যেন কাগজের বাক্স। এতে কোনো ব্রেক কাজ করছিল না।”
দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। তাঁদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে কেউ আটকে আছেন কি না, তা খুঁজে দেখছেন।
লিসবনের মেয়র ঘটনাস্থল পরিদর্শনের পর সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক বক্তব্য রাখবেন বলে ঘোষণা দিয়েছেন।
অন্যদিকে, গণপরিবহন প্রতিষ্ঠান Carris, যারা এই ফুনিকুলারের দায়িত্বে রয়েছে, জানিয়েছে— তারা নিয়মিতভাবে রক্ষণাবেক্ষণের প্রোটোকল মেনে চলে এবং সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা কার্যকর ছিল।
কর্তৃপক্ষ ইতোমধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি অথবা ব্রেক সিস্টেম ব্যর্থতার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। প্রশাসন জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুত তদন্ত শেষ করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে