প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর, ২০২৫ ০০:০৭ (শুক্রবার)
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে প্যারিসে সমাবেশ ৯ সেপ্টেম্বর, ব্যাপক প্রচারণা


বাংলাদেশি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে আগামী ৯ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার বিকাল ৩টায়, প্যারিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সামনে সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশি নাগরিক পরিষদ, ফ্রান্স।

এই কর্মসূচিকে সফল করতে ইতোমধ্যে ফ্রান্সের বিভিন্ন শহর ও শহরতলীতে চলছে ব্যাপক প্রচারণা। আজ রবিবার প্যারিসের শহরতলী ক্যাথসীমা ও লাকর্নব  অঞ্চলে প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন সংগঠনের সদস্য আব্দুল্লাহ আল হাছানসহ সংগঠনের নেতাকর্মীরা। এসময় বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসীদের কাছে সমাবেশ দাওয়াত ও জনমত গঠনে লিফলেট বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, দীর্ঘদিন ধরে প্রবাসীরা ভোটাধিকার থেকে বঞ্চিত। অথচ দেশের অর্থনীতিতে তাঁদের বিশাল অবদান থাকা সত্ত্বেও তাঁরা নির্বাচন প্রক্রিয়ার বাইরে। কোটি প্রবাসীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশি নাগরিক পরিষদ, ফ্রান্স আশা প্রকাশ করেছে—  এই কর্মসূচিতে প্রবাসীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করে তাদের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে শক্তিশালী করবেন।