শিল্প মানে শুধু রঙ-তুলির খেলা নয়—এ এক মনন ও মূল্যবোধের প্রকাশ। সেই বোধের প্রতিফলন ঘটেছে সিলেটের বিয়ানীবাজারের পায়েল দাস অনিকের তুলিতে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ৫ম বার্ষিক চিত্র প্রদর্শনীতে নিরীক্ষামূলক ড্রইং বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন তিনি। তার কাজের শিরোনাম—“খেটে বড় হও, চেটে নয়।”
সোমবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনে আয়োজিত প্রদর্শনীতে চারুকলার তিনটি বিভাগ—ড্রইং অ্যান্ড পেইন্টিং, প্রিন্টমেকিং এবং থ্রিডি আর্ট অ্যান্ড ডিজাইনের শিক্ষার্থীরা অংশ নেন। ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগের ৬৫টি শিল্পকর্মের মধ্যে পায়েলের কাজটি বিশেষভাবে নজর কাড়ে বিচারকদের। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ফ্যাকাল্টিতে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
পুরস্কার পেয়ে পায়েল দাস অনিক জানান, “এই স্বীকৃতি আমার জন্য এক বিরাট অনুপ্রেরণা। মা-বাবা, পরিবার, শিক্ষক ও বন্ধুদের প্রতি আমি কৃতজ্ঞ। সবাই যেন আমার জন্য দোয়া করেন, ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারি।”
নিজের চিত্রকর্মের বার্তা প্রসঙ্গে পায়েল বলেন, “আমাদের সমাজে এখন অনেকেই তোষামোদকে বড় হওয়ার সহজ পথ মনে করে। কিন্তু সত্যিকার উন্নতি আসে কঠোর পরিশ্রম, নিষ্ঠা আর সততার মাধ্যমে। সাময়িক সুবিধার লোভে যারা আত্মমর্যাদা বিসর্জন দেয়, তারা কখনো প্রকৃত অর্থে বড় হতে পারে না।”
আইটি ল্যাব সলিউশন্স লি.