চিরনিদ্রায় শায়িত হলেন সিলেটের বিয়ানীবাজারের শিক্ষা অগ্রযাত্রার অন্যতম দিকপাল, প্রথিতযশা শিক্ষক মোহাম্মদ আব্দুর রব। শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার জলঢুপ কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা সম্পন্ন হয়েছে।
আমৃত্যু নিদনপুর–সুপাতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনকারী পঞ্চখণ্ডের এই আলোকিত মানুষকে শেষ বিদায় জানাতে ভোর থেকেই ভিড় জমাতে থাকেন শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সামাজিক–সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা, বিয়ানীবাজার পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং জলঢুপ পাটুলি এলাকার বাসিন্দা আব্দুর রব। দীর্ঘদিনের বর্ণাঢ্য শিক্ষকতা জীবনের মধ্য দিয়ে তিনি বিয়ানীবাজারে সৎ, নিবেদিতপ্রাণ ও মানবিক শিক্ষকের পরিচয় রেখে গেছেন।
জানাজার আগে শোকাহত শিক্ষক সমাজ ও সাধারণ মানুষের পক্ষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শিক্ষাবিদ আলী আহমদ বলেন, “আমরা একজন উজ্জ্বল নক্ষত্রকে হারালাম। তার শূন্যতা কোনোভাবেই পূরণ হওয়ার নয়।”
মরহুমের জানাজার নামাজে ইমামতি করেন তার পুত্র বৃটেনবাসী শরিফুল ইসলাম। জানাজা শেষে কেন্দ্রীয় মসজিদসংলগ্ন পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এদিকে মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন তৃতীয় বাঙলা পত্রিকার সম্পাদক এনায়েত হোসেন সোহেল, অনলাইন মাল্টিমিডিয়া ফ্রান্স ট্রিবিউন'র সম্পাদক শাবুল আহমেদ ও নির্বাহী সম্পাদক আবু তাহের রাজু।
তথ্যসূত্র : বিয়ানীবাজার নিউজ২৪.ডটকম।
আইটি ল্যাব সলিউশন্স লি.