প্রকাশিত: ০৩ ডিসেম্বর, ২০২৫ ২১:৫৫ (শনিবার)
দেশ থেকে কার্গো করে ইয়াবা আসছিলো প্যারিস। শুরুতেই ভণ্ডুল!

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এর রপ্তানি কার্গো টার্মিনাল থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে এভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগের সদস্যরা। ফ্রান্সের প্যারিস–এ পাঠানোর উদ্দেশ্যে এসব মাদক কার্গোমালামালের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৯টা ৫ মিনিটে বিমানবন্দরের হ্যাঙ্গার গেট–৮–এ নিয়মিত নিরাপত্তা স্ক্রিনিংয়ের সময় সন্দেহজনক বস্তু শনাক্ত করা হয়। পরে খুলে দেখা গেলে সেখানে বিপুল পরিমাণ ইয়াবা পাওয়া যায়।
বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ডাক বিভাগের মাধ্যমে ফ্রান্সে পাঠানোর জন্য বুকিং দেওয়া একটি কার্গোর ভেতরে এসব ইয়াবা লুকিয়ে রাখা হয়েছিল। স্ক্রিনিংয়ের সময় এভসেক সদস্যদের সতর্কতায় তা ধরা পড়ে।
ঘটনার পরপরই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর–কে অবহিত করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে এসে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।
বেবিচক কর্তৃপক্ষ জানায়, স্ক্রিনারদের দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও নিখুঁত স্ক্রিনিংয়ের কারণেই বড় ধরনের একটি আন্তর্জাতিক মাদক পাচারের চেষ্টা ব্যর্থ হয়েছে। এ সফলতা বিমানবন্দরের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।