বিনোদন

উৎসব’ এখন আপনার হাতের মুঠোয়, ঘরে বসেই দেখুন!

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫ ১৯:০৭

নিজেকে বা জীবনকে ফিরে দেখার প্রবণতা মানুষের চিরন্তন। কেমন হতো যদি ফেলে আসা মুহূর্তগুলো দেখা যেত ভিন্ন দৃষ্টিতে। এই অপূরণীয় আকাঙ্ক্ষা সম্ভব শুধু গল্প-সিনেমায়। সেটাই হয়েছে ‘উৎসব’ সিনেমায়।

রুপালি পর্দায় সিনেমাটি দেখতে দেখতে কাহিনির নানা উপাদানের মাধ্যমে দর্শকরা যেন চলে গেছেন নিজেদের রেখে আসা সময়ে। সিনেমার গল্পের সঙ্গে না মিললেও দর্শকরা নিজের অজান্তেই চলে গেছেন নিজের সঙ্গে ঘটা নানা ঘটনায়।
 প্রেক্ষাগৃহে ‘উৎসব’ সিনেমাটি দেখে এমন অনুভূতিগুলোই ভালোলাগা দিয়েছে দর্শকদের। রিভিউ, প্রতিবেদনগুলোতে এমনটাই জানিয়েছেন দর্শকরা।

ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘উৎসব’ সাত সপ্তাহ ধরে চলছে দেশের মাল্টিপ্লেক্সগুলোতে। দর্শকদের কাছে এখন পরিচিত নাম ‘উৎসব’। তানিম নূর পরিচালিত সিনেমাটির কথা পৌঁছে গেছে দেশের আনাচে-কানাচে, প্রবাসী বাংলা ভাষাভাষীদের কাছে। দর্শকরা তাই সিনেমাটি দেখার আগ্রহের কথা জানিয়ে আসছিলেন সামাজিক মাধ্যমে।

সেই অপেক্ষার অবসান হচ্ছে। দেশের ওটিটি প্ল্যাটফরমে মুক্তি পাচ্ছে ‘উৎসব’। 
জানা গেছে, ৬ আগস্ট রাত ১২টা ১ মিনিট থেকে সিনেমাটি  দেখতে পারবেন দেশ-বিদেশের দর্শকরা। এখানেই শেষ নয়, আছে আরো চমক। 

‘পরিবার ছাড়া দেখা নিষেধ’ স্লোগানের ‘উৎসব’ সিনেমাটি প্রেক্ষাগৃহে এক করতে পেরেছে পরিবারের সব বয়সী দর্শকদের।

এবার নির্মাতার প্রত্যাশা, চরকিতে সিনেমাটি মুক্তির মাধ্যমে প্রতিটি ঘরেই উৎসব শুরু হবে। 
উৎসব সিনেমার নির্মাতা তানিম নূর বলেন, “পরিবারের সবাই মিলে টিভিতে নাটক, প্রেক্ষাগৃহে সিনেমা দেখার চল ছিল আমার ছোটবেলায়। ‘উৎসব’ সিনেমায় পরিবারের সেই দর্শকদের প্রেক্ষাগৃহে আনার চ্যালেঞ্জ।”

বিনোদন থেকে আরো পড়ুন