প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫ ১৪:৩৫
নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী'কে ফিরে পাওয়ার আন্দোলনকে বেগবান করা এবং তাহসিনা রুশদীর লুনাকে আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে নিশ্চিত করার লক্ষ্যে ফ্রান্সে কর্মী সভা করেছে জাতীয়তাবাদী ঐক্য ফোরাম ফ্রান্স, বিশ্বনাথ উপজেলা শাখা।
গত বুধবার (১লা অক্টোবর) স্থানীয় সময় বিকাল ৫ ঘটিকায় প্যারিসের বাংলাদেশী অধ্যুষিত গার্দুন এলাকায় অবস্থিত ফুলকলি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। ফ্রান্সে অবস্থানরত সাবেক বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দের উপস্থিতিতে সভায় বিশ্বনাথ উপজেলা শাখার কার্যকরী কমিটি গঠন করা হয়।
সাবেক বিশ্বনাথ উপজেলা বিএনপি নেতা ফারুক আহমেদকে সভাপতি ও সাবেক যুবদল নেতা এরশাদ হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়৷ কমিটির অনান্য নেতৃবৃন্দ হলেন সিনিয়র সহসভাপতি:
নজির আহমেদ,সাবেক যুবদল নেতা,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক,সাবেক উপজেলা ছাত্রদল নেতা,সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ,সাবেক ছাত্রদল নেতা।
সভায় নবনির্বাচিত নেতৃবৃন্দ তাদের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন তাঁদের প্রধান অঙ্গীকার হলো জননেতা এম ইলিয়াস আলীর নিখোঁজের বিরুদ্ধে চলমান আন্দোলনকে আরও জোরদার করা। একইসঙ্গে তাঁরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিশ্বনাথের সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনাকে ধানের শীষের প্রার্থী হিসেবে পেতে এবং তাঁর বিজয় নিশ্চিত করতে দেশ-বিদেশে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
কর্মী সভার মাধ্যমে ফ্রান্স থেকে এই প্রবাসী কমিটি তাদের রাজনৈতিক লক্ষ্য পূরণের জন্য মাঠে নামার ঘোষণা দেন।
ফ্রান্স থেকে আরো পড়ুন