বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে জুলাইয়ের আন্দোলন—দেশের দুর্যোগ কিংবা দুঃসময়ে, সব গণতান্ত্রিক আন্দোলন ও অর্থনৈতিক সমৃদ্ধিতে প্রবাসীদের ভূমিকা ছিলো উল্লেখযোগ্য। কিন্তু সেই প্রবাসীরাই বঞ্চিত হয়েছেন ভোটাধিকারের মতো মৌলিক অধিকার থেকে। এবার সেই দাবি আরও জোরালো হয়েছে প্রবাসীদের কণ্ঠে।
মঙ্গলবার ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নের দাবিতে বিশাল সমাবেশ ও পরে দূতাবাসের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করেন ফ্রান্স প্রবাসী বাংলাদেশিরা। দুপুরে প্যারিসস্থ বাংলাদেশ দূতাবাসের সামনে আয়োজিত এই কর্মসূচি সংগঠিত করে ‘বাংলাদেশী নাগরিক পরিষদ, ফ্রান্স’। প্ল্যাকার্ড ও পতাকা হাতে এতে যোগ দেন শত শত প্রবাসী। বক্তারা অভিযোগ করেন, স্বাধীনতার পর থেকে কোনো সরকারই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে আন্তরিকতা দেখায়নি। অথচ দেশের অর্থনীতির চাকা সচল রাখতে প্রবাসীদের অবদান অনস্বীকার্য।
বাংলাদেশ নাগরিক পরিষদের সভাপতি আবুল খায়ের লস্কর এর সভাপতিত্বে ও সেক্রেটারী ইমরান আহমদের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা কমিউনিটি ব্যক্তিত্ব মুহাম্মদ নজরুল ইসলাম, বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক ভূঁইয়া, আইসা পরিচালক ওবায়দুল্লাহ কয়েছ, অনলাইন একটিভিস্ট মীর জাহান, ইউরো বার্তা সম্পাদক মুহাম্মদ নূরুল ইসলাম, প্যারিস বাংলা প্রেসক্লাবে সভাপতি এনায়েত হোসেন সোহেল, বরিশাল কমিউনিটি ইন ফ্রান্সের সাধারন সম্পাদক মনিরুল ইসলাম, সাংবাদিক ওমর ফারুক,নয়ন মামুন, আব্দুল মালিক হিমু, রাবেয়া আক্তার সুবর্না, লন্ডন ইউনিভার্সিটি আইন বিভাগের ছাত্রী ও ইডনি মুসলিম উদ্দিন, সংগঠনের কার্যনির্বাহী সদস্য ফারিয়া মাহবুবা আলম, বন্ধন পরিচালক শিউলি গিয়াস, পরিষদ ট্রেজারার আরিফুর রহমান, কমিউনিটি ব্যক্তিত্ব জিয়া উদ্দিন চৌধুর ও শুভেচ্ছা শেখ প্রমুখ।
বক্তারা স্মরণ করিয়ে দেন—স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে সাম্প্রতিক গণআন্দোলন পর্যন্ত দেশের সব সংকটে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাই আর অবহেলা না করে এবার জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার কার্যকর করতে হবে।
সমাবেশ শেষে রাষ্ট্রদূতের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেন সংগঠনের নেতৃবৃন্দ। এতে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের পাশাপাশি, দূতাবাসে একজন লিয়াজোঁ অফিসার নিয়োগ এবং দ্রুত রোডম্যাপ প্রণয়নের দাবি জানানো হয়।"
উপস্থিত প্রবাসীদের প্রত্যাশা—দেশের বাইরে থাকা দেড় কোটিরও বেশি প্রবাসী নাগরিক যদি ভোট দিতে পারেন, তবে তারা রাষ্ট্রের প্রকৃত দূত হয়ে উঠবেন। তাই আসন্ন জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন দেখতে চান তারা।
ফ্রান্স থেকে আরো পড়ুন