ফ্রান্স

প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে দৃষ্টিপ্রতিবন্ধীদের আন্তর্জাতিক সংগীত উৎসব

বিশ্বমঞ্চে বেলা মিউজিক ফাউন্ডেশনের মানবতার সুর

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫ ১২:১১

সংগীতের শক্তিই পারে অন্ধকার ভেদ করে আলো জ্বালাতে — সেই কথাটির অনবদ্য প্রমাণ দিল যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান বেলা মিউজিক ফাউন্ডেশন (Bella Music Foundation -BMF)। দৃষ্টিপ্রতিবন্ধী সংগীতশিল্পীদের জন্য আয়োজিত “BMF International Music Festival for the Blind” মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) প্যারিসের ইউনেস্কো সদর দপ্তরে অনুষ্ঠিত হয়, যা হয়ে উঠেছিল এক ঐতিহাসিক ও আবেগঘন মুহূর্ত।

অনুষ্ঠানটি আয়োজিত হয় ইউনেস্কোর ২০০৫ সালের “Convention on the Protection and Promotion of the Diversity of Cultural Expressions”-এর ২০তম বার্ষিকী উপলক্ষে, ইউনেস্কোর পৃষ্ঠপোষকতায়। প্রায় ১,৩০০ আসন পূর্ণ হয়ে যায়, এবং উৎসবের শেষে দাঁড়িয়ে অভিবাদনে মুখরিত হয় পুরো হলরুম — অনেকের চোখেই তখন আনন্দের অশ্রু।

উৎসবের শুরুতে ইউনেস্কোর মহাপরিচালক অড্রে আজুলে-এর পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পাঠ করেন তুসাঁ তিয়েন্দ্রেবোগো, ২০০৫ কনভেনশনের সেক্রেটারি। এরপর স্বাগত বক্তব্য দেন BMF বোর্ড অফ স্পনসরস-এর চেয়ারম্যান সুনকিউ শিন। এরপর মঞ্চ মাতিয়ে তোলেন বিশ্বখ্যাত দৃষ্টিপ্রতিবন্ধী সংগীতশিল্পী ম্যাথিউ হুইটাকার, ইয়েরকো ডিফোনিস, ইয়োয়ানা গান্দ্রাবুরভ্যালেরি পয়সন। তারা একসঙ্গে পরিবেশন করেন BMF International Symphony Orchestra-এর সাথে, যেখানে সাতটি দেশের সংগীতশিল্পীরা অংশ নেন। অর্কেস্ট্রার নেতৃত্বে ছিলেন খ্যাতিমান কন্ডাক্টর হেলেন চা-পিও

সন্ধ্যার অন্যতম আকর্ষণ ছিল দৃষ্টিপ্রতিবন্ধী সুরকার ও বার্কলি কলেজ অফ মিউজিক-এর অধ্যাপক চি গুক কিম–এর নতুন সুরের বিশ্বপ্রিমিয়ার। ফাইনালে বাজানো হয় মেন্ডেলসনের সিম্ফনি নং ৫-এর চতুর্থ মুভমেন্ট, যেখানে একসঙ্গে অংশ নেন অর্কেস্ট্রা ও কোরাস শিল্পীরা।

পুরো আয়োজনটি সম্ভব হয়েছে স্বেচ্ছাসেবী সংগীতশিল্পী, কর্মী ও পৃষ্ঠপোষকদের অক্লান্ত পরিশ্রম ও সহায়তায়। অনুষ্ঠান শেষে অনেকেই একবাক্যে বলেছেন —“এটি ছিল এমন এক অলৌকিক সন্ধ্যা, যা ভাষায় প্রকাশ করা যায় না।”

প্রসঙ্গত, বেলা মিউজিক ফাউন্ডেশন (Bella Music Foundation - BMF) হলো যুক্তরাষ্ট্রভিত্তিক একটি 501(c)(3) অলাভজনক সংস্থা, যা সারা বিশ্বের দৃষ্টিপ্রতিবন্ধী শাস্ত্রীয় ও জ্যাজ সংগীতশিল্পীদের উন্নত সংগীত শিক্ষা, আন্তর্জাতিক পরিবেশনা সুযোগ এবং পেশাগত উন্নয়নের মাধ্যমে সহায়তা করে। একইসাথে সংগীতের শক্তির মাধ্যমে অন্তর্ভুক্তি (inclusion) ও সচেতনতা বৃদ্ধির কাজেও নিয়োজিত।

ফ্রান্স থেকে আরো পড়ুন