নতুন কোনো আইডিয়া মাথায় এলেই অনেকে আগে ফেসবুক পেজ খুলে ফেলেন— সময় লাগে মাত্র কয়েক মিনিট। কিন্তু শুধু পেজ খুললেই তো হবে না, সেটি জনপ্রিয় করাই আসল চ্যালেঞ্জ। হুড়মুড় করে লাইক বা ফলো বাড়ে না; এজন্য চাই ধৈর্য আর কিছু কার্যকর টিপস।
পেজের নাম আলাদা হলে নজর কাড়বে ঠিকই, তবে খুঁজে পাওয়া কঠিন হতে পারে। মানুষের সার্চের অভ্যাস মাথায় রেখে নাম ও ইউআরএল ঠিক করুন। পরিচিত ব্র্যান্ড হলে সরাসরি সেই নামেই পেজ খুলুন। না হলে নাম যতটা সম্ভব সহজ রাখুন।
ডেসক্রিপশন, স্লোগান, ঠিকানা, সময়সূচি, ওয়েবসাইট, ফোন নম্বর ও লোকেশন পূর্ণাঙ্গভাবে দিন— এগুলো ঠিক না থাকলে ফেসবুক আপনার পেজকে তেমন প্রচার করবে না। কাভার ফটোতে এনিমেশন বা ভিডিও যুক্ত করতে পারেন। প্রতিটি ছবির সঙ্গে সংক্ষিপ্ত, সুন্দর বর্ণনা দিন এবং সবচেয়ে আকর্ষণীয় পোস্টটি ‘পিন’ করুন।
শুধু নিজের পেজে লাইক-কমেন্টের অপেক্ষায় না থেকে অন্য পেজের ভালো পোস্টে লাইক ও গঠনমূলক মন্তব্য করুন। এক লাইনের এলোমেলো মন্তব্য নয়— এমন কিছু লিখুন যা দেখে মানুষ আপনার পেজে আসতে আগ্রহী হবে।
বিজনেস পেজ হলে উপরের বারে প্রয়োজনীয় বাটন রাখুন— যেমন Send Message, Sign Up বা Shop Now। শুরুতে ‘Send Message’ বা ‘Call’ বাটন বেশি কার্যকর হয়।
ফ্যান বা ফলোয়ার বাড়তে শুরু করলে তাদের এক জায়গায় আনতে একটি গ্রুপ বানান। এখানে তারা মতামত দিতে পারবে, পোস্ট শেয়ার করতে পারবে— যা অর্গানিক লাইক বৃদ্ধিতে সাহায্য করবে।
ফেসবুক লাইভ ভিডিও সাধারণ পোস্টের তুলনায় প্রায় ১০ গুণ বেশি রিচ পায়। পণ্য ডেমো, টিউটোরিয়াল বা ইভেন্ট লাইভ করে দেখান। ফেসবুক এখনো লাইভ ভিডিওকে নিউজফিডে অগ্রাধিকার দেয়।
৪০–৮০ অক্ষরের (স্পেসসহ) সংক্ষিপ্ত ও তথ্যবহুল পোস্ট বেশি রিচ পায়। ছোট করে মূল কথা বলুন।
এনগেজমেন্ট বাড়ানোর জন্য ভুয়া খবর পোস্ট করবেন না। রিপোর্ট হলে আপনার পেজ লাল তালিকায় চলে যেতে পারে।
আপনার অডিয়েন্স কখন সক্রিয় থাকে তা বুঝে সেই সময় পোস্ট দিন। উদাহরণস্বরূপ, খাবার ডেলিভারি পেজ হলে সকাল বা বিকেলে পোস্ট করা ভালো, মধ্যরাতে নয়।
পেজে কেউ মেসেজ করলে সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার জন্য অটোমেটিক রিপ্লাই চালু করুন। মেসেজিং সেটিংসে গিয়ে Send Instant Replies চালু করে নিজের মতো বার্তা লিখে দিন। স্থানীয় গ্রাহক হলে বার্তা বাংলায় লিখুন।
যদি আপনার আলাদা ওয়েবসাইট থাকে, তবে ফেসবুক পিক্সেল কোড যোগ করুন। এটি ওয়েবসাইট ভিজিটরদের তথ্য সংগ্রহ করে ফেসবুকে আপনার পোস্ট সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাতে সাহায্য করবে।
এই কৌশলগুলো নিয়মিতভাবে মেনে চললে ধীরে ধীরে আপনার ফেসবুক পেজের জনপ্রিয়তা ও এনগেজমেন্ট দুটোই বাড়বে।
তথ্য প্রযুক্তি থেকে আরো পড়ুন