প্যারিসের একটি হাসপাতালে ভর্তি করা হয়
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫ ১৯:৩৪
জনপ্রিয় রাজনৈতিক বিশ্লেষক ও লেখক পিনাকী ভট্টাচার্য বর্তমানে ফ্রান্সের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কয়েকদিন ধরেই তিনি অসুস্থতা অনুভব করছিলেন বলে জানা গেছে। আজ হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে দ্রুত তাকে বৃহত্তর প্যারিসের একটি হাসপাতালে ভর্তি করা হয়।
সূত্রে জানা গেছে, তার শরীরে আগে কোভিড-১৯ সংক্রমণের প্রভাব থেকে কোনো জটিলতা সৃষ্টি হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকেরা। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে।
পিনাকী ভট্টাচার্যের পরিবারের পক্ষ থেকে সকলের কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে। তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে উদ্বেগ ও শুভকামনা জানাচ্ছেন দেশ-বিদেশের ভক্ত ও শুভানুধ্যায়ীরা।
উল্লেখ্য, পিনাকী ভট্টাচার্য দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিশ্লেষণ, লেখালেখি এবং সোশ্যাল মিডিয়ায় সক্রিয়ভাবে মতামত প্রকাশ করে আসছেন।
প্রচ্ছদ থেকে আরো পড়ুন