সিলেটের বিয়ানীবাজার উপজেলার অন্যতম বিদ্যাপীঠ পিএইচজি হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ার কারিগর মোহাম্মদ আব্দুর রব আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। দীর্ঘ ৩৭ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে তিনি শুক্রবার (২১ নভেম্বর) সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
শনিবার সকাল ১০টায় জলঢুপ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। তিনি স্ত্রী, এক পুত্র, দুই কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
শিক্ষক আব্দুর রব ছিলেন বিয়ানীবাজারের শিক্ষা অঙ্গনের এক আদর্শ ও নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। শিক্ষকতার পাশাপাশি তিনি সামাজিক ও শিক্ষাবিষয়ক নানা সংগঠনে নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশ শিক্ষক সমিতি, বিয়ানীবাজার উপজেলা শাখার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজ প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক কমিটির সেক্রেটারি ও গভর্নিং বডির সদস্য এবং জলঢুপ কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ছিলেন।
১৯৪৯ সালের ৩০ সেপ্টেম্বর বিয়ানীবাজারের কালাইউরা গ্রামে জন্মগ্রহণ করেন আব্দুর রব। ১৯৭০ সালে পাকিস্তান বিমান বাহিনীতে যোগ দিয়ে আঠারো বছর কর্মরত ছিলেন। ১৯৮৮ সালে অবসর গ্রহণের পর তিনি শিক্ষা পেশায় যুক্ত হন। ১৯৮৯ সালে বড়লেখার হাজী ইউনুছ মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে ইংরেজি শিক্ষক হিসেবে যোগদানের মধ্য দিয়ে তাঁর শিক্ষকতার যাত্রা শুরু। পরে জলঢুপ উচ্চ বিদ্যালয়, পঞ্চখণ্ড হরগোবিন্দ হাইস্কুল, মাথিউরা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন তিনি।
২০১২ সালে পিএইচজি হাই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে যোগ দিয়ে ২০১৩ সালে অবসর গ্রহণ করেন। এরপরও থেমে থাকেননি; জীবনের শেষ দিন পর্যন্ত নিদনপুর সুপাতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
২০২৪ সালে যুক্তরাজ্যভিত্তিক ‘টিআলী স্যার ফাউন্ডেশন’ মরহুম আব্দুর রবকে বিশেষ সম্মাননা পদকে ভূষিত করে।
জনপ্রিয় এই শিক্ষকের মৃত্যুতে সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
তথ্যসূত্র : বিয়ানীবাজারনিউজ২৪.ডটকম। ছবি-সংগ্রহ।
বাংলাদেশ থেকে আরো পড়ুন