সিলেট

কুমার বিশ্বজিতের পূজার গান

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২১ ১৪:৪২

জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ করোনাকালেও নিয়মিত গান গাইছেন, সুর করছেন। সেই ধারাবাহিকতায় সম্প্রতি দুর্গাপূজা উপলক্ষ্যে একটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন। ‘জয় দুর্গা জয় দুর্গা, জয় দুর্গা মা’ শিরোনামের এ গান লিখেছেন কলকাতার কেশব রায় চৌধুরী। সুর করেছেন বাংলাদেশের কিশোর দাস। সম্প্রতি গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।


এ গান প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বলেন, ‘উৎসব আয়োজনের গানে নিয়মিতই কণ্ঠ দেই। এ গানে শুধু আমি নই, কলকাতার দুই শিল্পীও কণ্ঠ দিয়েছেন। সবাই ভালো গেয়েছেন। আশা করছি গানটি দুর্গাপূজায় ভালো লাগবে সবার।’ এদিকে দীর্ঘদিন পর সিনেমার গানেও কণ্ঠ দিয়েছেন এ শিল্পী। অরুন চৌধুরীর পরিচালনায় নির্মিতব্য এ সিনেমার নাম ‘জলে তারা’। এরই মধ্যে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

পাশাপাশি সুরকার ও সংগীত পরিচালক হিসাবেও ব্যস্ত সময় পার করছেন এ সংগীতশিল্পী। গত এক মাসে প্রায় অর্ধডজন নতুন গানের কাজ শেষ করেছেন তিনি। দীর্ঘ বিরতির পর চলতি মাসের মধ্য ভাগে স্টেজ অনুষ্ঠানে গান গাইবেন বলে জানিয়েছেন কুমার বিশ্বজিৎ।

সিলেট থেকে আরো পড়ুন