ফ্রান্স

ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটিতে আওয়ামী লীগের একচ্ছত্র আধিপত্য (ভিডিওসহ)

বিএনপি ও জামায়াতপন্থীরা আন্তঃ কর্মসূচিতেই সীমাবদ্ধ।

প্রকাশ: ০২ আগস্ট ২০২৫ ১২:৪৮

ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের কমিউনিটিতে গত দেড় দশক ধরে আওয়ামী লীগ ও তাদের সমর্থক গোষ্ঠীর একচ্ছত্র আধিপত্য গড়ে উঠেছে। শুধু রাজনৈতিক পরিসরেই নয়, সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক এবং ক্রীড়া অঙ্গনের নেতৃত্বেও দলটির ঘনিষ্ঠ ব্যক্তিরাই সামনে থেকে নেতৃত্ব দিয়ে আসছেন। দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পরও  ফ্রান্সে প্রায় দুই লক্ষাধিক বাংলাদেশির এই কমিউনিটিতে আওয়ামী লীগের অবস্থান একপ্রকার অপরিবর্তিত রয়ে গেছে।
রাজধানী প্যারিস, তুলুজসহ বাংলাদেশি অধ্যুষিত অন্যান্য শহরের বিভিন্ন মসজিদ, আঞ্চলিক সংগঠন, সামাজিক সংগঠন, ব্যবসায়ী ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোতেও আওয়ামী লীগের নেতাকর্মীদের রয়েছে দৃশ্যমান উপস্থিতি। নানা বর্ণিলতায় ভরপুর কমিউনিটি বেইসড অনুষ্ঠানগুলোতে ও অতিথির সারিতে চোখে পড়ে আওয়ামীপন্থী নেতাদের সরব উপস্থিতিই  
বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর ফ্রান্সের কমিউনিটিতেও নতুন কোনো সমীকরণ গড়ে উঠবে—এমন প্রত্যাশা থাকলেও বিএনপি ও জামায়াতপন্থী নেতারা এখনও নিজেদের আন্তঃ কর্মসূচিতেই সীমাবদ্ধ। বড় আকারে জনসম্পৃক্ত কোনো কর্মসূচি বা কমিউনিটির নেতৃত্বে দৃশ্যমান উপস্থিতি তাদের এখনো দেখা যাচ্ছে না।
তবে, জামায়াতপন্থী কিছু সমাজকর্মী ও ক্রীড়া সংগঠক ব্যক্তিগতভাবে নিজেদের জায়গা ধরে রেখেছেন এবং কিছু ক্ষেত্রে প্রভাব বিস্তারেও সক্ষম হয়েছেন। সে তুলনায় বিএনপিপন্থীদের অবস্থান এখনও অনেকটাই অনুজ্জ্বল ও খণ্ডিত।

কমিউনিটির বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘ সময়ের সাংগঠনিক কাঠামো, পূর্বসংশ্লিষ্টতা, কৌশলগত অবস্থান এবং ফ্রান্সে আওয়ামী ঘরানার কিছু প্রভাবশালী পৃষ্ঠপোষকের ভূমিকার কারণেই এই বলয় ভাঙা এখনো সম্ভব হয়নি। আর এখন যাদের এগিয়ে আসার কথা সেই নেতাদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, নেতৃত্বহীনতা ও সংগঠিত পরিকল্পনার অভাবও তাদের সীমিত করে রেখেছে।
বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতির দ্রুত পরিবর্তন এবং অনিশ্চয়তায় প্রবাসেও বিরূপ প্রভাব ফেলছে। নতুন বাস্তবতায় ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটিতে রাজনীতির ধারা কতটা বদলাবে, তা এখন সময়ই বলে দেবে।

ফ্রান্স থেকে আরো পড়ুন