প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫ ০০:৩৩
বর্ণিল আয়োজনে জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের উদ্যোগে সিলেট উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) প্যারিসের উপকণ্ঠ অবারভিলিয়ের বিডি কমিউনিটি হলে আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি হেনু মিয়া। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকা’র সভাপতি ও প্রথিতযশা ব্যাংকার সি. এম. কয়েস সামী।
অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—আয়োজক সংগঠনের সহসভাপতি খছরুজ্জামান জালালাবাদী, আলতাফুর রহমান, লুলু আহমদ, খলিল উদ্দিন, জাবেদ হোসেন, চাঁদ মোহাম্মদ, এইচ এম মিহির, সহ–সাধারণ সম্পাদক আজাদ আহমদ, হোসেন আহমদ, আজাদ উদ্দিন, বাদল মিয়া, অর্থ সম্পাদক হোসেন আহমদ, সহ–অর্থ সম্পাদক আব্দুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন মোজাহিদ, শায়েস্তা মিয়া ও বন ও পরিবেশ সম্পাদক সুহেল আহমদ।
এ ছাড়াও বক্তব্য রাখেন, সিলেট পিডিয়ার প্রধান সম্পাদক লেখক ও সাংবাদিক শাহাবুদ্দিন শুভ, প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের সভাপতি এনায়েত হোসেন সোহেল, শাহ আলম মায়া, জাহিদুর রহমান সুমন।
উৎসবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব—ইস্কন্দর আলী, লাল মিয়া, আব্দুল হান্নান, আব্দুল করিম, আব্দুল কাদির, সালমান আহমদ, রনি আহমদ, বি.পি. রায়হান, মাসুদ আহমদ, লায়েক আহমদ, সাজু আহমদ ও ইকবাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে প্রবাসী সিলেটি কমিউনিটির সাংস্কৃতিক ঐতিহ্য, ঐক্য ও উন্নয়ন কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরা হয়। উপস্থিত অতিথিরা ফ্রান্সে প্রবাসীদের সামাজিক ভূমিকা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করেন। আয়োজিত অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশন করেন ফ্রান্সপ্রবাসী বাংলাদেশের খ্যাতিমান শিল্পীবৃন্দ।
ফ্রান্স থেকে আরো পড়ুন