হামাসের সশস্ত্র শাখা এবং আরেকটি ফিলিস্তিনি ইসলামপন্থী গোষ্ঠী কর্তৃক পোস্ট করা গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের ভিডিওগুলোকে ‘ঘৃণ্য’ বলে শনিবার (২ আগস্ট) নিন্দা জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জোঁ-নোয়েল বাহো। বার্তাসংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বাহো, হামাসের হাতে আটক ইসরায়েলি জিম্মিদের ঘৃণ্য, অসহনীয় ছবি প্রকাশের নিন্দা জানিয়েছেন।
তিনি পোস্টে লিখেছেন, তাদের অবশ্যই শর্ত ছাড়াই মুক্তি দিতে হবে। হামাসকে নিরস্ত্র করতে হবে এবং গাজা শাসন থেকে বাদ দিতে হবে। তিনি গাজার জনগণের কাছে বিপুল পরিমাণে মানবিক সহায়তা সরবরাহেরও আহ্বান জানিয়েছেন ওই পোস্টে।
গত শুক্রবার ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সশস্ত্র শাখা এক মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে ইসরায়েলি ওই জিম্মিকে একটি সরু কংক্রিটের সুড়ঙ্গের ভেতরে দেখা গেছে।
এ ছাড়া বৃহস্পতিবার, ফিলিস্তিনি গোষ্ঠী ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা হামাসের ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলে হামলার সময় অপহৃত এক ইসরাইলি-জার্মান জিম্মির একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওগুলো প্রকাশের ফলে ইসরায়েলিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ইসরায়েলের শীর্ষ জেনারেল, সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির শনিবার সতর্ক করে বলেছেন, যদি আলোচনার মাধ্যমে দ্রুত জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে ব্যর্থ হয় তবে গাজায় যুদ্ধ বন্ধ হবে না।
২০২৩ সালের হামলায় মোট ২৫১ জনকে জিম্মি করা হয়েছিল। এর মধ্যে এখনও ৪৯ জন গাজায় বন্দি আছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, এদের মধ্যে ২৭ জন ইতোমধ্যেই নিহত হয়েছে।
ফ্রান্স ভার্সন থেকে আরো পড়ুন