ইউরোপ

বার্সেলোনার সর্বপ্রথম মসজিদ-শাহজালাল জামে মসজিদ এন্ড ইসলামিক সেন্টার

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫ ১৫:২৬

বার্সেলোনা শহরের সর্বপ্রথম ও সর্ববৃহৎ মসজিদ- "শাহজালাল জামে মসজিদ এন্ড ইসলামিক সেন্টার"।স্পেনের বার্সেলোনায় অবস্থিত এটি একটি সুপরিচিত ইসলামিক উপসনালয় যা স্থানীয় মুসলিম সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক কেন্দ্র হিসেবে কাজ করে।

বার্সেলোনার অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান  La Rambla থেকে প্রায় ৫০০ মিটার দূরে এবং কাতালোনিয়ার জাতীয় গ্রন্থাগার ( Library of Catalonia) থেকে মাত্র ৩৪০ মিটার দূরে অবস্থিত হওয়ায় এটি সবার নিকট অধিক আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

এখানে একসাথে প্রায় ৮ শতাধিক মানুষ নামাজ আদায় করতে পারেন, দ্বিতল বিশিষ্ট মসজিদটি প্রায় দুই যুগ পূর্বে- ২০০৫ সালে বাংলাদেশ কমিউনিটির দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিলো, 

এই মসজিদে নামাজের পাশাপাশি ইসলামিক সেন্টার, নূরানী মক্তব শাখা এবং জামাতে সুরা থেকে খামিস জামাত পর্যন্ত দারুল ক্বিরাতের খেদমত চালু আছে। বিশেষ করে মুসলমানদের- বিয়ে-শাদী, জন্ম-মৃত্যু'র সার্টিফিকেট এই ইসলামিক সেন্টার থেকেই প্রদান করা হয়ে থাকে।

স্থানীয় শহরের সকল মুসল্লীগণের- ভালোবাসা আবেগ এবং নিরিবিলি মনোরম পরিবেশে একাগ্র ইবাদতের জন্যই "শাহজালাল মসজিদ" প্রসিদ্ধ।

ইউরোপ থেকে আরো পড়ুন