ফ্রান্স

ফ্রান্সের প্যারিসে এসোসিয়েশন কালচারাল ফ্রান্কো বাংলাদেশের উদ্যোগে নৌকা ভ্রমন অনুষ্ঠিত

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫ ১৯:৫১

ফ্রান্সের প্যারিসে এসোসিয়েশন কালচারাল ফ্রান্কো বাংলাদেশের উদ্যোগে নৌকা ভ্রমন অনুষ্ঠিত হয়েছে।  গতকাল রবিবার (১০ আগস্ট) শিক্ষা সফর ও পারস্পারিক সম্পর্ক বৃদ্ধির উদ্দেশ্যে অনুষ্ঠিত এই ভ্রমনে ২ শতাধিক প্রবাসী বাংলাদেশী অংশ নেন।

প্যারিসের বাস্তিলের Port de l’Arsenal থেকে সকাল ৭টায় যাত্রা শুরু  সেন নদীতে ভ্রমণের সময় অংশগ্রহণকারীরা নদীর দুই পাড়ের স্থান, আইফেল টাওয়ার, লুভ মিউজিয়ামের বাহ্যিক অংশ এবং île de la Cité-এর নয়নাভিরাম দৃশ্য উপভোগ করেন। সফরের গন্তব্য ছিল Chatou île des impressionnistes এবং সন্ধ্যা ৬টায় নৌযান ফিরে আসে যাত্রাস্থলে।
শিক্ষা সফরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা জালাল আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন সাংস্কৃতিক সংগঠক মোহাম্মদ হানিফ। তরুণ মানবাধিকার কর্মী তুফায়েল সিপু ও শিল্পী আব্দুল্লাহ হাসানের পরিচালনায় অনুষ্ঠানে সংগঠনের প্রেসিডেন্ট শহীদুল ইসলাম, রফিকুল ইসলাম, বদরুল ইসলাম, জিয়া উদ্দিন চৌধুরী ও আব্দুল কুদ্দুসসহ অনেকে উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ আয়োজনে ছিল খেলাধুলা, সঙ্গীত, উপস্থিত বক্তৃতা এবং সেন নদীর ইতিহাস নিয়ে গাইডের বর্ণনা।
আলোচনায় প্রধান অতিথি জালাল আহমেদ বলেন, “বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা স্রষ্টার সৃষ্টির বৈচিত্র্য মানুষকে ডাকে। ভ্রমণ আত্মবিশ্বাস বাড়ায় এবং অন্তরকে বিকশিত করে।” বিশেষ অতিথি মোহাম্মদ হানিফ ইসলামের দৃষ্টিতে জ্ঞানার্জন, আত্মশুদ্ধি ও কল্যাণের জন্য ভ্রমণের গুরুত্ব তুলে ধরেন।

ফ্রান্স থেকে আরো পড়ুন