ফ্রান্স

ফ্রান্সে অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন নয়ন এনকে

প্রকাশ: ২২ আগস্ট ২০২৫ ০৩:৪৪

আগামী ২৩-২৬ আগস্ট ফ্রান্সের বোর্দো (Bordeaux) শহরে অনুষ্ঠিত চারদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে আলোচক হিসেবে যোগ দিতে যাচ্ছেন অভিবাসী বিষয়ক সামাজিক এসোসিয়েশন সলিডারিতে আজি ফ্রান্স (সাফ)'র প্রেসিডেন্ট নয়ন এনকে। 
অনুষ্ঠেয় কনফারেন্সে ফ্রান্সের বিভিন্ন শহরের পাশাপাশি বিশ্বের নানা প্রান্ত থেকে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন। 
আয়োজিত গুরুত্বপূর্ণ এ সম্মেলনে নয়ন এনকে বিশেষভাবে আলোচনা করবেন ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের নানান সমস্যা ও চ্যালেঞ্জ নিয়ে।
বিশেষ করে—বসবাস ও আবাসনের সংকট, চাকরি ও কাজের ক্ষেত্রে বৈষম্য, প্রশাসনিক জটিলতা (থ্রিদ্খ দ্য সেজুর, প্রিফেকচারের দীর্ঘ দেরি), পরিবার পুনর্মিলনের দীর্ঘ প্রতীক্ষা এবং দৈনন্দিন জীবনে বাংলাদেশি কমিউনিটির সামাজিক সংগ্রাম ইত্যাদি বিষয় আলোকপাত করবেন।
অনুষ্ঠেয় আন্তর্জাতিক কনফারেন্সে যোগদান সম্পর্কে ফ্রান্স ট্রিবিউনের সাথে আলাপকালে নয়ন এনকে বলেন, 'এটি আমাদের জন্য একটি মঞ্চ যেখানে একজন বাংলাদেশি হিসেবে আমরা আমাদের বাস্তব অভিজ্ঞতা, দাবি ও অধিকারগুলো তুলে ধরতে পারবো।' তিনি বলেন, এই আলোচনার মাধ্যমে আমাদের কণ্ঠস্বর আরও জোরালোভাবে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছাবে বলে আমি বিশ্বাস করি।

ফ্রান্স থেকে আরো পড়ুন