ফ্রান্স

ফ্রান্সে বাংলাদেশের উৎসবে রঙ ছড়ালো ফুটবল

গোলাপগঞ্জ উপজেলা স্পোর্টিং ক্লাব বিজয়ী

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫ ২৩:০৭

মাঠের খেলা ফুটবল এখন প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা, আনন্দের উৎসব ও প্রজন্মের সেতুবন্ধন। ফ্রান্স বাংলাদেশ ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টটি ছিল তারই প্রমাণ। শতশত দর্শকের উপস্থিতি, দৌড়ঝাঁপ, গোলমুখী আক্রমণ, দর্শকদের করতালি আর আবেগঘন মুহূর্ত। 
খেলায় অংশ নেওয়া দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই। অবশেষে গোল শূন্য ড্র। পরে পেনাল্টি সট আউতে দূরদান্ত খেলতে থাকা বিএফসি লাকর্নবকে হারিয়ে শিরোপা জিতলো গোলাপগঞ্জ উপজেলা স্পোর্টিং ক্লাব।
পুরোটা সময় খেলার মাঠে যেমন উত্তেজনা ছিল, তেমনি গ্যালারিতেও ছিল উৎসবের আমেজ। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলকে পুরষ্কার তুলে দেন খেলা পরিচালনায় কমিটির দায়িত্বশীল ও আমন্ত্রিত অতিথিরা। ফ্রান্স বাংলাদেশ ফুটবল এসোসিয়েশনের  প্রধান উপদেষ্টা জসীম উদ্দিন খান গিয়াস এর সভাপতিত্বে ও  সাবেক সাধারণ সম্পাদক হক রুবেল এবং বর্তমান  যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আমেরিকা প্রবাসী বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মাশুকুল  ইসলাম। প্রধান বক্তা ছিলেন সাবেক সভাপতি হাসান শাহ। 
বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারী উপদেষ্টা আব্দুল কাদির, ক্রীড়ানুরাগী ছালেহ আহমদ, আব্দুল মানিক, হারুন রশীদ, খসরুজ্জামান জালালাবাদী, লায়েক তালুকদার, সেলিম আহমদ, মিয়া করিম, হুমায়ুন রশীদ, লুলু আহমদ, শাজু আহমদ, বিলাল আহমদ, হেলাল মিয়া, আশিক মিয়া, ফখরুল ইসলাম বক্কর, ফয়ছল আহমদ, আবু বকর জিয়া উদ্দিন, রায়হান আহমদ, ফরহাদ আহমদ, ইসমাইল হোসেন, কাওছার হাজী, আব্দুর রশীদ চৌধুরী প্রমুখ।

আয়োজকরা জানান, এ ধরনের টুর্নামেন্ট শুধু খেলাধুলাই নয়, বরং প্রবাসী বাংলাদেশিদের জন্য মিলনমেলা এবং ঐক্যের প্রতীক। টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশগ্রহণ করে।
দিনের শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হলে উপস্থিত সবাই করতালিতে মুখর হয়ে ওঠেন। প্রবাসী জীবনের ব্যস্ততা ও দূরত্বের মাঝেও ফুটবল যেন সবার জন্য হয়ে উঠল আনন্দ, বন্ধুত্ব ও গর্বের প্রতীক।

ফ্রান্স থেকে আরো পড়ুন