শিল্প-সংস্কৃতি

প্যারিসে বাংলাদেশের বরেণ্য শিল্পী মিঠু'র একক গজল সন্ধ্যা

শিল্পীর কণ্ঠের মাধুর্যতায় মুগ্ধ শ্রোতারা

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫ ০১:৪৪

শিল্প-সংস্কৃতির তীর্থভূমি প্যারিসে বাংলাদেশের বরেণ্য গজলশিল্পী আরিফুল ইসলাম মিঠু'র একক 'গজল সন্ধ্যা' অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ সেপ্টেম্বর) ফ্রান্সের রাজধানী প্যারিসের স্টুডিও ব্লু হলে এ গজল সন্ধ্যার সন্ধ্যার আয়োজন করে ছড়া বিষয়ক লিটলম্যাগ ‘ছড়াকর্ম’ ও সাহিত্য পত্রিকা ’উচ্ছল’। 
অনুষ্ঠানের গ্রন্থণা ও উপস্থাপনায় ছিলেন ’ছড়াকর্ম’ ও ’উচ্ছল’ সম্পাদক বিশিষ্ট ছড়াকার, শিশুসাহিত্যিক কবি ও লেখক লোকমান আপন। সহযোগিতায় ছিলেন প্যারিসের গানপ্রিয় সুধীসমাজ। 
অনবদ্য এই গজল সন্ধ্যার আমন্ত্রিত শিল্পী আরিফুল ইসলাম মিঠু তার মোহময়ী কন্ঠে প্রায় দুই ঘন্টা গান গেয়ে প্যারিসের দর্শকেদেরকে মাতিয়ে রাখেন। উপস্থিত দর্শদের মুহুর্মুহু করতালিতে মুখরিত সন্ধ্যায় মিঠু গেয়ে শোনান তাঁর গাওয়া জনপ্রিয় গানগুলো। গজল সন্ধ্যায় শিল্পীকে তবলায় সহযোগিতা করেন তবলাশিল্পী অনুভব চ্যাটার্জি। 

শিল্প-সাহিত্য ও সংস্কৃতির তীর্থভূমি প্যারিসে প্রথম ভ্রমণ এবং গান পরিবেশন নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে শিল্পী আরিফুল ইসলাম মিঠু বলেন- 'এ অন্যরকম ভালোলাগা, অন্যরকম অভিজ্ঞতা। স্বপ্নের শহর প্যারিসে আমার এতো ভক্ত শ্রোতা আছে আমি জানতাম না, তাঁদের সামনে গান পরিবেশন করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। সত্যি বলতে প্যারিস সফরের পর আমার মনে হচ্ছে এবারের ইউরোপ ট্যুর সফল এবং সার্থক হয়েছে।'
গজল সন্ধ্যার মূল উদ্যোক্তা কবি ও লেখক লোকমান আপন অভিব্যক্তি প্রকাশ করে বলেন- 'এটা আমার জন্যে দারুণ এক অভিজ্ঞতা। মিঠু ভাইয়ের সাথে আমার ছাব্বিশ বছর আগের পরিচয়। সেই পরিচয়কে সম্মান জানিয়ে তিনি প্যারিসে এসেছেন এবং কন্ঠের জাদুতে আমাদেরকে মুগ্ধ করেছেন এজন্যে আমি তাঁর প্রতি কৃতজ্ঞ। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সাংস্কৃতিক মনস্ক মানুষ শুভ্রত ভট্টাচার্য  শুভদাসহ প্যারিসের গানপ্রিয় আমার প্রিয় ভাই বন্ধুদেরকে। যাঁদের আন্তরিক পরামর্শ আর সহযোগিতা না পেলে এমন সুন্দর একটি আয়োজন কিছুতেই সম্ভব হতোনা। ধন্যবাদ জানাচ্ছি প্যারিসের সুধীসমাজকে যারা উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সফল করেছেন।' 
শিল্পীর কন্ঠের মাধুর্যতার ভূয়সী প্রশংসা করে বাচিকশিল্পী মুনির কাদের বলেন, প্যারিসে প্রথম বারের মতো বাংলাদেশের প্রখ্যাত গজলশিল্পী আরিফুল ইসলাম মিঠুকে নিয়ে আয়োজিত গজল সন্ধ্যায় উপস্থিত থেকে গান শুনতে পারা সত্যিই এক দারুণ অভিজ্ঞতা। চমৎকার এ উদ্যোগের জন্য লোকমান আপনসহ আয়োজক সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

শিল্প-সংস্কৃতি থেকে আরো পড়ুন