ফ্রান্স

লুভর জাদুঘরে ১০২ মিলিয়ন ডলারের রত্ন চুরি: আরও দুইজনের বিরুদ্ধে তদন্ত শুরু

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫ ১৩:২৬

মোহাম্মদ ফখরুজ্জামান :

বিশ্বের অন্যতম বিখ্যাত জাদুঘর লুভরে ১০২ মিলিয়ন ডলারের রত্ন চুরির ঘটনায় আরও দুইজনকে আনুষ্ঠানিকভাবে তদন্তের আওতায় আনা হয়েছে। শনিবার প্যারিসের প্রসিকিউটর জানিয়েছেন, এ নিয়ে মামলায় অভিযুক্তের সংখ্যা দাঁড়াল চারজনে।
৩৭ বছর বয়সী এক ব্যক্তি, যিনি পূর্বে চুরির মামলায় জড়িত ছিলেন, তার বিরুদ্ধে সংগঠিত চুরি ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। ৩৮ বছর বয়সী এক মহিলাকেও একই অভিযোগে তদন্তের মুখোমুখি করা হয়েছে।

এই চুরিটি ফ্রান্সের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বড় সাংস্কৃতিক অপরাধগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে। লুভর কর্তৃপক্ষ জানিয়েছে, তারা তদন্তকারীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং নিরাপত্তা ব্যবস্থার পূর্ণ পর্যালোচনা শুরু হয়েছে।

এখনও চুরি হওয়া রত্নগুলোর কোনোটি উদ্ধার করা যায়নি। পুলিশ চোরচক্রটির আন্তর্জাতিক যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছে।

ফ্রান্স থেকে আরো পড়ুন