প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫ ১৪:০৮
পাকিস্তানের মহাকাশ অভিযাত্রায় যুক্ত হলো নতুন অধ্যায়। দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক রিমোট সেন্সিং স্যাটেলাইট সফলভাবে নির্দিষ্ট কক্ষপথে অবস্থান নিয়েছে এবং কার্যক্রম শুরু করেছে।
শনিবার (১৬ আগস্ট) পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন (সুপারকো) সূত্রে এ তথ্য প্রকাশ করেছে শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম দ্য ডন।
জানা গেছে, গত ৩১ জুলাই চীনের শিচ্যাং লঞ্চ সেন্টার থেকে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। কক্ষপথে পৌঁছানোর পর এটি স্থলভিত্তিক স্টেশনের সঙ্গে স্থায়ী যোগাযোগ স্থাপন করে এবং ইতোমধ্যে উচ্চ রেজোলিউশনের ছবি পাঠানো শুরু করেছে।
সুপারকোর মতে, স্যাটেলাইট থেকে প্রাপ্ত তথ্য জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা যাবে। নগর পরিকল্পনা, অবকাঠামো উন্নয়ন, শহরের সম্প্রসারণ পর্যবেক্ষণ এবং পরিবেশ সুরক্ষায় এটি বিশেষ ভূমিকা রাখবে।
এ ছাড়া হিমবাহ গলে যাওয়া, বন উজাড় কিংবা জলবায়ু পরিবর্তনজনিত পরিস্থিতি পর্যবেক্ষণেও এটি কার্যকর হবে। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহারে স্যাটেলাইটটি সহায়ক হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
প্রতিবেদন অনুযায়ী, উন্নত সেন্সরসমৃদ্ধ এই স্যাটেলাইট প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় নতুন দিগন্ত উন্মোচন করবে। বন্যা, ভূমিকম্প বা ভূমিধসের মতো দুর্যোগের পূর্বাভাস দিয়ে কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার সুযোগ করে দেবে।
এ ছাড়া চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর (সিপিইসি) প্রকল্প বাস্তবায়ন, পরিবহন নেটওয়ার্ক মানচিত্রায়ন এবং ভূখণ্ডের ঝুঁকি নিরূপণেও স্যাটেলাইটটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে দ্য ডন।
সারা বিশ্ব থেকে আরো পড়ুন