প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫ ০০:৪৪
ইউরোপের আন্তঃদেশীয় শীর্ষ কমিউনিটি সংগঠন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা)’র প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ডঃ জয়নুল আবেদিন গুরুতর অসুস্থ অবস্থায় লন্ডনের Whipps Cross University Hospital-এ চিকিৎসাধীন রয়েছেন।
ডঃ জয়নুল আবেদিন দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশীদের কল্যাণ এবং সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর অসুস্থতার খোঁজ খবর নিতে রবিবার (২ নভেম্বর) সকাল ১০ টায় আয়েবার মহাসচিব কাজী এনায়েত উল্লাহ, সহসভাপতি ফখরুল আকম সেলিম ও কার্যকরী নির্বাহী সদস্য টি এম রেজা, মনির আহমেদ, মিন্টুসহ আয়েবা'র একটি প্রতিনিধি দল লন্ডনের Whipps Cross University Hospital-এ যান। এসময় তারা অসুস্থ ডঃ জয়নুল আবেদিনের শয্যা পাশে বেশ কিছু সময় কাটান এবং তাঁর চিকিৎসা বিষয়ে কর্তব্যরত চিকিৎসকের সাথে কথা বলেন।
আয়েবা পরিবারের পক্ষ থেকে ডঃ জয়নুল আবেদিনের আশু রোগমুক্তি এবং দ্রুত সুস্থতার জন্য সকলের আন্তরিক দোয়া কামনা করেছেন আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহ।
ডঃ জয়নুল আবেদিনের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে উল্লেখ করে আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহ বলেন, "ডঃ জয়নুল আবেদিন শুধু আমাদের প্রেসিডেন্টই নন, বরং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্য এক অনন্য পথপ্রদর্শক। আমরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি এবং সকলের প্রার্থনার আহ্বান জানাচ্ছি।"
সারা বিশ্ব থেকে আরো পড়ুন