প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫ ১৮:১৫
ফরাসি নাট্যচর্চায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি মঞ্চাভিনেতা সোয়েব মোজাম্মেলকে বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ) সম্মাননা প্রদান করেছে।
শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় প্যারিসের একটি হলে আয়োজিত ‘বিসিএফ রিইউনিয়ন অ্যান্ড স্টুডেন্টস এওয়ার্ড’ অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
এছাড়াও বিভিন্ন স্তরের মোট ৩০ জন কৃতি শিক্ষার্থীদের পাশাপাশি বাংলাদেশি কমিউনিটিতে কাজ করার জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। সোয়েব মোজাম্মেলের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ফাতেমা তুজ জোহরা ও তানিয়া রহমান।
বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি মঞ্চাভিনেতা সোয়েব মোজাম্মেল নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, ‘সম্মাননা প্রদান কিংবা জানানো একটি মহৎ উদ্যোগ। বিসিএফ বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও মতপার্থক্যের ঊর্ধ্বে থেকে প্রশংসনীয় এ কার্যক্রম বাস্তবায়ন করছে। পরবাসে এমন স্বীকৃতি স্ব-স্ব ক্ষেত্রে ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে সমাজ, সংস্কৃতি তথা দেশ প্রেমের প্রতি অধিকতর দায়বদ্ধতা তৈরির পাশাপাশি এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের মাঝে তাদের ঋদ্ধ করার অনুপ্রেরণা ও উদ্দীপনা সৃষ্টি করবে।’
বিসিএফ'র চমৎকার উদ্যোগের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, 'এরকম আয়োজন আগামীতে আরো বাংলাদেশি জনগোষ্ঠীর মাঝে ছড়িয়ে পড়ুক। বিশেষ করে ফরাসি মূলধারায় এগিয়ে যেতে প্রবাসে জন্ম ও বেড়ে ওঠা বাংলাদেশিদের সহযাত্রী হিসেবে বিসিএফ তার মৌলিক ও নান্দনিক যাত্রা অব্যাহত রাখবে এই প্রত্যাশা করি।’
প্রসঙ্গত, ২০১৬ সালে "Petit message" নাটকের মাধ্যমে ফরাসি মঞ্চে অভিনয় যাত্রার সূচনা ঘটে। এরপর অভিনয় করেন একাধিক ফরাসি চলচ্চিত্র ও তথ্যচিত্রে; যা তাকে ফরাসি দর্শক মহলেও পরিচিত করে তুলে। বর্তমানে সোয়েব মোজাম্মেল ফরাসি মঞ্চনাটকে নিয়মিত অভিনয়ের পাশাপাশি 'কবিতায় আড্ডা' নামে একটি সাহিত্য-সাংস্কৃিত উদ্যোগে সংগঠক হিসেবে যুক্ত আছেন। এছাড়াও যুক্ত রয়েছেন 'চারণ সাংস্কৃতিক কেন্দ্র' ফ্রান্সের সঙ্গেও।
সংবাদ সংশ্লিষ্ট ছবি : সাংবাদিক সাইফুল ইসলাম রনি।
ফ্রান্স থেকে আরো পড়ুন