প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫ ০১:৩২
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন ফ্রান্সে অবস্থানরত জাতীয়তাবাদী পরিবার
শুক্রবার প্যারিসের একটি মিলনায়তনে অনুষ্ঠিত এ মাহফিলে ফ্রান্স বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। সেই সঙ্গে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ প্রতিষ্ঠার দাবী জানানো হয়।
অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করা হয়। এরপর এক সংক্ষিপ্ত আলোচনায় নেতৃবৃন্দ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের আপসহীন নেত্রী। দেশের জনগণ তাঁকে আজও ভালোবাসে এবং তাঁর মুক্তি ও সক্রিয় রাজনীতিতে ফেরার অপেক্ষায় আছে।
ফ্রান্স থেকে আরো পড়ুন