ফ্রান্স

প্যারিসে “স্মৃতি রোমন্থন—হৃদয়ে বিয়ানীবাজার” অনুষ্ঠান শনিবার,  বিয়ানীবাজারবাসীর অংশগ্রহণের আহ্বান

এবিটিভির উদ্যোগে এবং ফ্রান্সে বসবাসরত বিয়ানীবাজারবাসীর অংশগ্রহণে আয়োজিত হচ্ছে এক বিশেষ সন্ধ্যাকালীন আড্ডা

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫ ২৩:০৭

পূর্ব সিলেটের প্রথম ২৪ ঘণ্টার আইপি টেলিভিশন এবিটিভি-এর অন্যতম পরিচালক, যুক্তরাষ্ট্রস্থ বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি এবং বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি পেনসিলভেনিয়া ইনক-এর সভাপতি মাশুকুল ইসলাম খান যুক্তরাষ্ট্র থেকে ফ্রান্স সফরে আসছেন। তার এই সফরকে কেন্দ্র করে এবিটিভির উদ্যোগে এবং ফ্রান্সে বসবাসরত বিয়ানীবাজারবাসীর অংশগ্রহণে আয়োজিত হচ্ছে এক বিশেষ সন্ধ্যাকালীন আড্ডা— “স্মৃতি রোমন্থন—হৃদয়ে বিয়ানীবাজার”। অনুষ্ঠানটির সহযোগী হিসেবে রয়েছে ফ্রান্সে সামাজিক সেবা ও আইনি সহযোগিতাকারী প্রতিষ্ঠান আইছা প্রো এবং গ্রামভিত্তিক বৃহৎ সামাজিক সংগঠন কালাইউরা একতা ফাউন্ডেশন, ফ্রান্স। এই আনন্দ আয়োজন আগামী শনিবার সন্ধ্যা ৬টায় প্যারিসের অদূরে লাকর্নবের আইছা হলে অনুষ্ঠিত হবে। ফ্রান্স প্রবাসী সকল বিয়ানীবাজারবাসীর উপস্থিতি কামনা করেছেন আয়োজকরা। এবিটিভির বিশেষ প্রতিনিধি আবু তাহের রাজু জানান, এ আয়োজনটি হবে সম্পূর্ণ ঘরোয়া, স্মৃতিচারণমূলক এবং ঐক্যের প্ল্যাটফর্মে দাঁড় করানো এক ভিন্নমাত্রার সন্ধ্যা। এতে থাকবে আলাপচারিতা, স্মৃতিচারণ, বিয়ানীবাজারকেন্দ্রিক ভাবনা বিনিময় এবং সর্বোপরি প্রবাসে বিয়ানীবাজারের ঐক্য, সংস্কৃতি ও গণসংযোগ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। তিনি আরো জানান, এবিটিভি যাত্রার শুরু থেকেই বিয়ানীবাজারের সমস্যা, সম্ভাবনা ও প্রবাসী বিয়ানীবাজারবাসীর আশা-আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে সংবাদ প্রচার করে আসছে। এর পেছনে সহযোগিতা করছেন বোর্ড অব ডিরেক্টরস-এর সদস্যরা, যাদের মধ্যে মাশুকুল ইসলাম খান অন্যতম। তিনি এলাকার শিক্ষার প্রসারে শিক্ষাবৃত্তি, অসহায় মানুষের সহযোগিতা এবং সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাই তার এই সফরকে কেন্দ্র করেই আয়োজন করা হচ্ছে এই স্মৃতিময় সন্ধ্যা। একতা ফাউন্ডেশনের সভাপতি আহমেদ হোসেন আশা প্রকাশ করে বলেন, অনুষ্ঠানটি দল-মত নির্বিশেষে বিয়ানীবাজারবাসীর মিলনমেলায় রূপ নেবে। সময়স্বল্পতার কারণে সবার কাছে ব্যক্তিগতভাবে দাওয়াত পৌঁছানো সম্ভব হয়নি বলে দুঃখ প্রকাশ করে তিনি ফ্রান্সে, বিশেষত প্যারিসে অবস্থানরত সকল বিয়ানীবাজারবাসীকে অনুষ্ঠানে উপস্থিত থেকে সন্ধ্যাকে প্রাণবন্ত করার আহ্বান জানান। আইছা প্রো প্রেসিডেন্ট উবায়দুল্লাহ কয়েছ জানান, এমন আয়োজন বিয়ানীবাজারবাসীর মিলনমেলায় পরিণত হবে। এই আয়োজনের মধ্য দিয়ে বিয়ানীবাজারের ঐক্যের ভীত আরো সুদৃঢ় হবে।  যেকোনো প্রয়োজনে যোগাযোগ: আবু তাহের রাজু — ০৭৫১৩৩১৬৬২

ফ্রান্স থেকে আরো পড়ুন