ফ্রান্স

প্যারিসে জাতীয় কবি নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী পালন

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫ ০৪:০৪

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রান্সের রাজধানী প্যারিসে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সেন্টার, প্যারিস-এর উদ্যোগে বুধবার (২৭ আগস্ট) প্যারিসের উপকণ্ঠ অভারভিলিয়ের একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সাবেক আহ্বায়ক সাংবাদিক তাজ উদ্দীনের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক কবি সোহেল আহমদের সঞ্চালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস্য ও ঢাকা পোস্টের ফ্রান্স প্রতিনিধি সাংবাদিক নজমুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে (ভার্চুয়ালি) যুক্ত ছিলেন কবি, কথাসাহিত্যিক ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী। তিনি বলেন, “নজরুল আমাদের জাতীয় প্রেরণার উৎস। তাঁর লেখনীতে বিদ্রোহ, মানবতা ও সাম্যের অগ্নিস্ফুলিঙ্গ আজও সমান প্রাসঙ্গিক।” 
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নজরুল গবেষক খোরশেদ আলম পাঠয়ারি। তিনি তাঁর বক্তব্যে নজরুলের জীবন ও কর্মের তাৎপর্য তুলে ধরে বলেন, “নজরুল এমন এক স্রষ্টা, যার কোনো সীমানা নেই। তিনি কোনো বিশেষ জাতি বা গোষ্ঠীর কবি নন, বরং সকল মানুষের কবি।”

বক্তব্যের শেষে জাতীয় কবি নজরুল ইসলাম ইনস্টিটিউট এর নির্বাহী পরিচালক, কবি ও কথা সাহিত্যিক জনাব লতিফুল ইসলাম শিবলীর সাক্ষরিত নবগঠিত কমিটিতে কবি সোহেল আহমদকে সভাপতি ও সাংবাদিক নজমুল হককে সাধারন সম্পাদক করে জুলাই ২৪ এর গনঅভ্যুত্থানকে স্মরণে রেখে ২৪ বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব ফারুক আহমদ, সাবেক সেনা কর্মকর্তা ও অনলাইন এক্টিভিস্ট মীর জাহান, উপদেষ্টা সেলিম আহমদ, রাজনৈতিক ব্যক্তিত্ব মামুনুর রশিদ, আব্দুল হাকিম, জবরুল ইসলাম, CEO- Euro Focus 24 ও অনলাইন একটিভিস্ট এম আলী চৌধুরী, পরিবেশবাদী সাংবাদিক শেখ এমরান, আহবায়ক সদস্য ময়নুল হক সহ আরও অনেকে।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি ও ছড়াকার লোকমান আহমদ আপন, চৌধুরী রেজাউল হায়দার, সংগীত শিল্পী ও কবি ইশরাত ফ্লোরা, জাকির খান এবং ফরাসি ভাষায় কবিতা আবৃত্তি করেন ক্ষুদে আবৃত্তিকার রামিসা।
এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনটিভি প্রতিনিধি আবুল কালাম মামুন, ডিবিসি’র প্রতিনিধি ইকবাল মাহমুদ, সাংবাদিক সাইফুল ইসলাম রনি, তরুন যুবনেতা জুয়েল আহমদ, গোলাপগঞ্জ হেল্পিং ফাউন্ডেশনের পরিচালক সামাদুর রহমান অপু, সুহেল আহমদ, দেলওয়ার হুসেন লিপু, নাজমুল ইসলাম, জামিল আহমদ, জামিল আহমদ রায়হান, আরিফ আহমদ, জায়েদুল জুনেদ, মিজান আলম ও ফয়েজ আহমদ, ফয়সল ভুইয়া প্রমুখ।

আলোচনা ও আবৃত্তি শেষে জাতীয় কবির আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন হাফেজ রাজু আহমেদ। প্রবাসী সাহিত্যপ্রেমী, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক অনন্য আবহ তৈরি করে।

ফ্রান্স থেকে আরো পড়ুন