ফ্রান্স

ফ্রান্সে তৃতীয়বারের মতো সাফ'র স্বেচ্ছাসেবীদের রক্তদান

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৪৬

তৃতীয়বারের মতো সামাজিক এসোসিয়েশন সলিডারিতে আজি ফ্রান্স (সাফ)'র উদ্যোগে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) প্যারিসে Solidarités Asie France (SAF) এর কয়েকজন স্বেচ্ছাসেবীরা এ রক্তদান কর্মসূচিতে অংশ নিয়েছেন। সাফ প্রেসিডেন্ট নয়ন এনকে বলেন, ফ্রান্সে রক্তের ঘাটতির মুখে, এই নাগরিক উদ্যোগ শুধু জীবনের জন্য নয়, একটি শক্ত বার্তাও দেয় —  
অনিয়মিত প্রবাসী, অভিবাসী, নির্বাসিত মানুষরাও এই সমাজের অংশ এবং এই সমাজকে বাঁচাতে নিজের ভূমিকা রাখতে চায়।
আমরা বিশ্বাস করি সংহতি গড়ে ওঠে ছোট কিন্তু শক্তিশালী কাজের মাধ্যমে। একজন মানুষ তার প্রশাসনিক অবস্থান যাই হোক না কেন, সমাজের জন্য উপকারী হতে পারে। আমাদের স্বেচ্ছাসেবক মোঃ শাহিন রহমানকে অনেক ধন্যবাদ, যিনি তৃতীয়বারের মতো এই প্রকল্পের নেতৃত্ব দিয়েছেন এবং আমাদের সকল স্বেচ্ছাসেবীদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা।  রক্তদান মানেই ভালোবাসা, মানবতা ও ভ্রাতৃত্বের প্রতীক। 

ফ্রান্স থেকে আরো পড়ুন