ফ্রান্স

ফ্রান্সে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫ ২৩:০৪

ফ্রান্সে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার শেষ হয়েছে।
রাজধানী প্যারিস সহ ইল দা ফ্রঁসের ১৮টি স্থানে পলিত হয়েছে বারের শারদীয় দুর্গা উৎসব।
পূজামণ্ডপগুলোতে ছিল শত শত মানুষের উপচে পড়া ভিড়। শুধু সনাতন সম্প্রদায়ই নয়, বিভিন্ন ধর্মের মানুষ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দও পূজামণ্ডপে উপস্থিত হয়ে আনন্দ উৎসবে শরিক হয়েছিলেন।
তবুও আনুষ্ঠানিকতা, নান্দনিকতা ও উৎসাহ-উদ্দীপনায় কোনো কমতি ছিল না প্রবাসী সনাতন ধর্মাবলম্বীদের মাঝে। 
দেবী দুর্গার চক্ষুদান, আসন, বস্ত্র, নৈবেদ্য, স্নান, পুষ্পমাল্য, চন্দন ও ধুপ দিয়ে পূজার আচার সম্পন্ন হয়। প্রতিদিন সন্ধ্যায় মণ্ডপগুলোতে ছিল ভক্তিমূলক গান, আরতি এবং নানা সাংস্কৃতিক আয়োজন।

বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানান, এবারের প্রতিটি পূজামণ্ডপে ভক্ত-অনুরাগী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের নেতাদের পদচারণায় মুখরিত ছিল।

ফ্রান্স থেকে আরো পড়ুন