ফ্রান্স

খাগড়াছড়িতে সাম্প্রদায়িক হামলা ও মানবাধিকার লঙ্ঘন : প্যারিসে প্রতিবাদ সমাবেশ

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫ ১৪:১৯

বাংলাদেশের খাগড়াছড়িতে জুম্ম জনগণের ওপর সাম্প্রদায়িক হামলা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে প্যারিসে আইফেল টাওয়ার সংলগ্ন মানবাধিকার চত্বরে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) সমাবেশে সংহতি ও আহ্বান জানিয়ে La Voix Des Jummas বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে সংঘটিত এই মানবতাবিরোধী হামলার শিকার সকল জুম্ম আদিবাসী জনগণের প্রতি গভীর শোক, সহমর্মিতা ও সংহতি প্রকাশ করা হয়।
একই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, জাতিসংঘ ও বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে—বাংলাদেশের জুম্ম আদিবাসীদের জানমাল ও অস্তিত্ব রক্ষায় অবিলম্বে কার্যকর ভূমিকা গ্রহণ করতে।

আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলায় জুম্ম আদিবাসী জনগণের ওপর সহিংসতা, দমন-পীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের এক গভীর উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিশেষ করে গুইমারা ও মহাজনপাড়া এলাকায় সেটেলার (বাঙালি) সম্প্রদায়ের হামলা এবং আইনশৃঙ্খলা বাহিনীর নির্বিচার গুলিবর্ষণ ও নির্যাতনের ঘটনাগুলো চরম মানবাধিকার লঙ্ঘনের উদাহরণ।

সংগঠনের অবস্থান ও দাবি : La Voix Des Jummas প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ ও অবহেলাজনিত ভূমিকার কঠোর সমালোচনা করে এবং নিম্নলিখিত দাবি জানাচ্ছে—
১. আহত, নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি অবিলম্বে মানবিক সহায়তা ও ন্যায্য ক্ষতিপূরণ প্রদান।
২. ধর্ষক, হামলাকারী ও উগ্র সেটেলারদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
৩. ঘটনার ওপর নিরপেক্ষ, স্বচ্ছ ও আন্তর্জাতিক মানদণ্ডে তদন্ত পরিচালনা।
৪. ভবিষ্যতে এ ধরনের সাম্প্রদায়িক সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘন রোধে কার্যকর ও স্থায়ী পদক্ষেপ গ্রহণ।
আয়োজিত শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন : রেমি ফ্লেগিয়ের চাকমা, প্রেসিডেন্ট La Voix Des Jummas, সুনীতি চাকমা, জেনারেল সেক্রেটারি Asha সংগঠন, সাইলা প্রু মারমা, জুম্ম নেতা, ফ্রান্স, রাজু চাকমা, জুম্ম ব্লগার, কে চৌধুরী ও রিগ্যান দেওয়ান, সিদ্ধান্ত তঞ্চঙ্গ্যা, সেক্রেটারি, European Jumma Indigenous Council, সমাপ্তি বগ্নি চাকমা উপদেষ্টা LVJ, উলাচিং মারমা, মেকসুয়েল চাকমা, সহ-সভাপতি, LVJ, অংচিং মারমা ও সুধানা দেওয়ান।
সমাবেশ পরিচালনা করেন সন্তোষ বিকাশ চাকমা (বাপ্পি) ও স্মরণিকা চাকমা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পার্থ দেওয়ান, জেনারেল সেক্রেটারি, La Voix Des Jummas.

ফ্রান্স থেকে আরো পড়ুন