ফ্রান্স

ফ্রান্সে বিয়ানীবাজার ওয়েলফেয়ার সোসাইটির পরিচিত সভা ও প্রীতিভোজ

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫ ১৭:৫১

ফ্রান্সে প্রবাসী বিয়ানীবাজারবাসীদের  সামাজিক সংগঠন বিয়ানীবাজার ওয়েলফেয়ার সোসাইটি ফ্রান্স-এর উদ্যোগে এক পরিচিত সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার প্যারিসের অদূরে মেট্রো হোস এলাকায় একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই আয়োজনটি ছিল প্রবাসীদের এক প্রাণবন্ত মিলনমেলা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল হাসান,
সাধারণ সম্পাদক আকমল হোসেন সাদেক এর পরিচালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও স্পেনের বার্সেলোনায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট নেতা, বিয়ানীবাজারের কৃতি সন্তান ওয়াহিদুর রহমান শিপলু।
বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ডা. হাবিবুর রহমান জমির এবং হাফিজ মাওলানা শামীম আহমদ।

অনুষ্ঠানের এক পর্যায়ে বাংলাদেশ থেকে অনলাইনে যুক্ত হয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের এমপি প্রার্থী মু. সেলিম উদ্দিন
এবং বিয়ানীবাজার উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফয়জুল ইসলাম।
তাঁরা সংগঠনের কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যৎ সাফল্যের জন্য আন্তরিক শুভকামনা জানান।

অনুষ্ঠানে আগামীর কর্মপরিকল্পনা ও প্রবাসীদের কল্যাণমূলক কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমদ (শ্রীধরা),
কোষাধ্যক্ষ সাইদুর রহমান সাজু, সহ-সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ও হাসান আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক তাইছির মাহবুব রাজন ও সাদেক আহমদ, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক আব্দুল হাসিম রাসেল, ক্রীড়া সম্পাদক হুমায়ুন রশিদ রেজা, সহ-অর্থ সম্পাদক আশরাফ আহমদ,
অফিস সম্পাদক আজিজুর রহমান সাপলু, শ্রমিক কল্যান সম্পাদক  মাহমুদুল হাসান সুমন, তথ্য ও গবেষণা সম্পাদক সোহাগ আহমদ, সহ-প্রচার সম্পাদক ওলিউর রহমান, মিডিয়া সম্পাদক মহিবুর রহমান পলাশ, সহ-সমাজকল্যাণ সম্পাদক আজাহারুল ইসলাম,শিক্ষা সম্পাদক নাজিম উদ্দিন, আইন সম্পাদক আশফাক হোসেন এবং স্বেচ্ছাসেবক সম্পাদক ইফখার হাসান রাফি, সদস্য সরাজ আহমদ প্রমুখ।

সভায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের শুভাকাঙ্ক্ষী  রাইহান উদ্দিন,  নাসির উদ্দিন ও শাহিন আহমদসহ আরো অনেকে।
শেষে সভাপতি আব্দুল্লাহ আল হাসান ফ্রান্সে প্রবাসী বিয়ানীবাজারবাসীর মধ্যে ঐক্য, সহযোগিতা ও সমাজসেবার চেতনা আরও সুসংহত করার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, “আমরা চাই প্রবাসে থেকেও আমাদের মাতৃভূমি ও সমাজের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে।”

ফ্রান্স থেকে আরো পড়ুন